কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে-তেই (Valentine's Day) নতুন ছবির ঘোষণা (New Film Announcement)। ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন পাওলি দাম (Paoli Dam) ও ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty)। আর তাঁদের নতুন ছবি পরিচালনার দায়িত্বে 'মুখার্জি দার বৌ' খ্যাত পরিচালক পৃথা চক্রবর্তী (Pritha Chakraborty)।
ফের পর্দায় পাওলি-ঋত্বিক জুটি
'মুখার্জি দার বৌ'-এর সাফল্যের পর নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক পৃথা চক্রবর্তী। ছবির ঘোষণার সঙ্গে সঙ্গেই ভালবাসা সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। যেমন, প্রেম বলতে আমরা কী বুঝি? আমরা কত ভিন্ন ধরণের ভালবাসা অনুভব করতে পারি? প্রেম দিবসে অবশ্য এসব প্রশ্ন করাই যায়, এবং পৃথা চক্রবর্তী তাঁর আগামী ছবিতে এমনই সব প্রশ্ন নিয়ে আসছেন, নাকি সঙ্গে মিলবে উত্তরও?
পৃথা চক্রবর্তী তৈরি তাঁর পরবর্তী ছবি 'পাহাড়গঞ্জ হল্ট' (Paharganj Halt) নিয়ে। মুখ্য চরিত্রে দেখা যাবে পাওলি দাম ও ঋত্বিক চক্রবর্তীকে। প্রায় ৩ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন এই দুই তারকা। 'প্রমোদ ফিল্মস'-এর ব্যানারে প্রতীক চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। এই সংস্থা এর আগে 'সোয়েটার', 'আবার বছর কুড়ি পর', 'ভটভটি'র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। শুধু বাংলাতেই নয়, এই প্রযোজনা সংস্থা 'ইতওয়ার', 'তেহরির', 'মীরা'র মতো হিন্দি কাজও করেছে।
'পাহাড়গঞ্জ হল্ট' খানিক অন্য ধারার ভালবাসার গল্প বলবে। গোটা দুনিয়া যখন ভালবাসা উদযাপনের কথা বলছে, প্রেম দিবসে 'পাহাড়গঞ্জ হল্ট' সেখানে নিয়ে এসেছে নিজেকে ভালবাসার ধারণা। ছবির তৈরি শুরু হয়ে গিয়েছে। পাওলি দামের কথায়, 'এই 'পাহাড়গঞ্জ হল্ট'-এর মতো একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত কারণ এটি একেবারে অন্য ধরনের গল্প বলে। এই ছবিতে আমরা নিজেকে ভালবাসার কথা বলব যা আমাদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ সময়েই আমরা ভুলে যাই যে নিজেকেও ভালবাসার প্রয়োজন আছে। আশা করি এই ছবি আমাদের অনেক কিছু শেখাবে।' ঋত্বিক চক্রবর্তী বলেন, 'সাধারণত আমাদের কাছে চিত্রনাট্য এলে দেখি সেটা একটা ছেলে ও মেয়ের প্রেমকাহিনি হয়। এই ধরনের কাস্টিং থেকে এটাই প্রত্যাশিত কিন্তু যে বিষয়টি আমাকে এই চিত্রনাট্যের প্রতি আকৃষ্ট করেছিল তা হল এই ছবিটি পুরুষ-নারীর সম্পর্ককে কতটা ভিন্নভাবে দেখাচ্ছে। বেশ অন্যরকম ভাবে বলা হবে গল্পটা।'
আরও পড়ুন: 'Fatafati' First Look: প্রেম দিবসে প্রকাশ্যে ঋতাভরী-আবিরের 'ফাটাফাটি' লুক
ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। কিন্তু গল্প নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে পৃথা বলছেন, 'একজন চিত্র পরিচালক হিসেবে, আমি সবসময় মানুষের মধ্যের সম্পর্ক ও অনুভূতির বিভিন্ন স্তর খোঁজার চেষ্টা করি। যেমনভাবে 'মুখার্জি দার বৌ' ছবিতে শাশুড়ি-বৌমার সম্পর্কের এক বিশেষ দিক দেখানো হয়েছিল, তেমনভাবেই 'পাহাড়গঞ্জ হল্ট' খুব সাধারণ কিছু চরিত্রদের নিয়ে অসাধারণ সম্পর্কের কথা বলবে।' ছবি অন্য ধরনের নাম যেমন নজর কাড়ছে, তেমনই বাকি সমস্ত আপডেটের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে।