মুম্বই: মুম্বইয়ের হয়ে এতদিন পর্যন্ত ভারতীয় পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মাকে মাঠ কাঁপাতে সকলেই দেখেছেন। তবে এ বছর থেকে শুধু রোহিত নয়, পল্টনদের হয়ে আরেক ভারতীয় অধিনায়ককেও খেলতে দেখা যাবে। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে (WPL 2023 Auction) ১ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। নিজের নতুন দলে সামিল হয়েই পুরুষ দলের সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করলেন হরমনপ্রীত।


সাফল্য অব্যাহর রাখার অঙ্গীকার


সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা এক ভিডিওতে উচ্ছ্বসিত হরমনপ্রীত বলেন, 'আইপিএলে বরাবর মুম্বই ইন্ডিয়ান্স ভাল পারফর্ম করে এসেছে। এবার আমিও মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হওয়ার সুযোগ পেয়েছি এবং আশা করছি আমাদের জুটিটা ভালই জমবে। আমাদের জন্য এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এই প্রথমবার এত চাপের মধ্যে এক বড় এক টুর্নামেন্টে খেলব আমরা। আমি এর জন্য ভীষণই উত্তেজিত। এটা শুধু ভারত নয়, গোটা বিশ্বেই মহিলা ক্রিকেটে বিরাট বদল ঘটাবে।'


এরপরেই মুম্বইয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করে হরমনপ্রীত বলেন, 'আমরা মুম্বইয়ের হয়ে খেলব এবং আশা করছি মুম্বই ইন্ডিয়ান্সের সকল অনুরাগীরা আমাদের সমর্থন করতে মাঠে আসবেন। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা সবসময়ই নিজেদের দলের হয়ে মাঠ ভরিয়েছেন। আশা করছি মুম্বই ইন্ডিয়ান্সের পুরুষ দল যে সাফল্য পেয়েছে, আমরাও সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারব।'


রেকর্ড দামে আরসিবিতে স্মৃতি


সোমবার, ১৩ ফেব্রুয়ারি ধুমধাম করে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম আয়োজিত হয়েছে। সেখানে প্রথম খেলোয়াড় হিসাবে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) নাম নিলামে উঠে। ভারতের তারকা ওপেনারকে ৩.৪ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহিলা প্রিমিয়ার লিগ নিলামে তিনিই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। স্মৃতি বিরাট দামে বিক্রি হওয়ায় শুধু তিনি নন, উচ্ছ্বাসে ভাসলেন তাঁর ভারতীয় সতীর্থরাও।


বর্তমানে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে দক্ষিণ আফ্রিকায়। আপাতত সেখানেই রয়েছেন ভারতীয় দলের অঙ্গ স্মৃতি। সতীর্থদের সঙ্গে বসে একসঙ্গেই নিলাম দেখছিলেন ভারতীয় তারকা। সেখানে স্মৃতি বিরাট মূল্যে বিক্রি হওয়ার পরেই উচ্ছ্বাসে ভাসেন রিচা ঘোষ, জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌররা। জেমাইমা ও হরমনপ্রীত স্মৃতিকে আলিঙ্গনও করেন বটে। ভারতীয় পুরুষ দলের ১৮ নম্বর জার্সিধারী বিরাট কোহলি আরসিবির পুরুষ দলের হয়ে আইপিএল খেলেন। এবার ভারতের মহিলা দলের ১৮ নম্বর জার্সিধারীও আরসিবির জার্সিতেই খেলবেন।


আরও পড়ুন: মহিলাদের আইপিএলের নিলামে বাংলার থেকে কারা সুযোগ পেলেন?