কলকাতা: ফ্লোরে রান্না তৈরি হচ্ছে 'বিরিয়ানি'। রাঁধুনি? অর্জুন দত্ত আর পাওলি দাম। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর 'থ্রি কোর্স মিল' দিয়েই শ্যুটিং শুরু করলেন অভিনেত্রী। শ্যুটিং ফ্লোরে পাওয়া ১০ মিনিটের ছোট্ট বিরতিতে এবিপি লাইভকে জানালেন শ্যুটিং-এর খুঁটিনাটি। 


পরিচালক অর্জুন দত্তের সঙ্গে প্রথম কাজ পাওলির। অভিনেত্রী বলছেন, 'এই প্রথম এমন একটা চরিত্রে আমি অভিনয় করছি যেটা আমার বয়সের থেকে অনেক বেশি পরিণত। চরিত্রটা ভীষণ অদ্ভুত। নিজেকে নিজে শাহাজাদী মনে করে সে। পরিবারের শিরদাঁড়া কিন্তু তাঁর নিজের একটা নিজস্ব কল্পনার জগত আছে। অর্জুন খুব সুন্দর করে শাহাজাদী চরিত্রটাকে আর ওর কল্পনার জগতটাকে সাজিয়েছে। শ্যুটিং-এ এমন কিছু জিনিস ব্যবহার হয়েছে যেগুলো স্বাভাবিক জীবনে হয় না। ইউটোপিয়া বলতে পারেন। এক্ষেত্রে সিনেমাটোগ্রাফার জয় খুব সাহায্য করছে। ভারি সুন্দর করে আয়োজন করেছে সব।'


করোনা পরিস্থিতির জন্য স্থগিত গয়ে গিয়েছিল 'বিরিয়ানি' ছবির শ্যুটিং। পাওলি বলছেন, 'অর্জুনের সঙ্গে এই কাজটা নিয়ে অনেকদিন আগেই কথা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য শ্যুটিংটা পিছিয়ে যায়। প্রথমবার অর্জুনের সঙ্গে কাজ করছি। অনেক প্রত্যাশা রয়েছে।' অভিনেত্রী যোগ করলেন, 'ছবিতে কে এন রায়নাও রয়েছেন। ওনার সঙ্গেও আমার এটা প্রথম কাজ হবে। যদিও উনি আজ সেটে নেই। কাল থেকে ওনার সঙ্গে কাজ করব।'


করোনা পরিস্থিতির মধ্যেও সুরক্ষাবিধি মেনে শুরু হয়েছে বাংলা ছবির শ্যুটিং। পাওলি বলছেন, 'গতবছর অগাস্ট মাসে শ্যুটিং করেছি আমি। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর এই প্রথম শ্যুটিং ফ্লোরে ফেরা আমার। বার বার সেট স্যানিটাইজ করা হচ্ছে। আমরা সবাই মাস্ক পরে রয়েছি। সেটে যতটা সম্ভব কম লোক রাখা হয়েছে।


'থ্রি কোর্স মিল' একটি অ্যান্থোলজি। অ্যান্থোলজির অন্য দুটি ছবির নাম 'বেবি ফুড' ও 'রেড ভেলভেট'। এরমধ্যে 'বিরিয়ানি'-র পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত। শিলাদিত্য মৌলিক পরিচালনা করছেন 'বেবি ফুড' ছবিটি। 'রেড ভেলভেট' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রাশিস আচার্য।