মুম্বই: রবীন্দ্র জন্মজয়ন্তীতে অভিনেতা অনুপম খেরকে অমূল্য উপহার লতা মঙ্গেশকরের। কবিগুরুর গলায় জাতীয় সঙ্গীত শুনে মুগ্ধ অনুপম। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লিখলেন, 'আমার গায়ে কাঁটা দিল এই ভিডিওটি দেখে'

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মজয়ন্তী। করোনা আবহে রবীন্দ্রনাথের বাসভবন সহ সমস্ত জায়গায় বাতিল করা হয়েছে সব অনুষ্ঠান। নিজের মতো করেই মানুষ স্মরণ করছেন ভারতীয় জাতীয় সঙ্গীতের স্রষ্টাকে। অভিনেতা অনুপম খেরকে কয়েকদিন আগেই একটি ভিডিও পাঠিয়েছিলেন প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর। সেই ভিডিও দেখে মুগ্ধ অনুপম তখনই সেটি ইনস্টাগ্রামে আপলোড করেন।



ভিডিও রবীন্দ্রনাথ ঠাকুরের। 'জন গন মন অধিনায়কএই কিংবদন্তির কন্ঠে শুনে আপ্লুত হয়ে পড়েন অনুপম। লেখেন, 'লতাজিতে অনেক ধন্যবাদ এই ভিডিওটি পাঠানোর জন্য। আমি গুরুদেবের গলায় এই গান প্রথমবার শুনছি। তিনিই আমাদের জাতীয় সঙ্গীতের গীতিকার ও সুরকার। এই গান রবীন্দ্রনাথের গলায় শোনার অনুভূতি অনন্য। আমার গায়ে কাঁটা দিচ্ছে।'