কলকাতা: সপ্তাহান্ত। ছুটির দিনটা প্রত্যেকটা মানুষই কাটাতে চান এক্কেবারে নিজের মতো করেই। ঠিক যেমনটা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার পাশাপাশি, পিয়া একজন সঙ্গীতশিল্পীও। ঘরোয়া আসর থেকে শুরু করে, মঞ্চেও গান গেয়েছেন তিনি। আর এবার, পরমব্রত গিটারে গলা মেলালেন পিয়া। 'আমি কান পেতে রই'.... অন্যদিকে, এই সিরিজের ঘোষণা হয়েছিল আগেই, আর এবার প্রকাশ্যে এলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর রূপে। প্রকাশ্যে এল 'হইচই' (Hoichoi)-এর নতুন ওয়েব সিরিজের ট্রেলার। এই সিরিজের ঘোষণা হলেও, তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি প্রযোজনা সংস্থার থেকে। প্রকাশ্যে আনা হয়নি অন্যান্য কাস্টিংও। আজ ট্রেলারে দেখা গেল কাহিনীর ঝলক। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
গিটারে পরমব্রত, পিয়ার গলায় 'আমি কান পেতে রই'.. গানে গানে জুটির প্রথম ভিডিও
সপ্তাহান্ত। ছুটির দিনটা প্রত্যেকটা মানুষই কাটাতে চান এক্কেবারে নিজের মতো করেই। ঠিক যেমনটা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার পাশাপাশি, পিয়া একজন সঙ্গীতশিল্পীও। ঘরোয়া আসর থেকে শুরু করে, মঞ্চেও গান গেয়েছেন তিনি। আর এবার, পরমব্রত গিটারে গলা মেলালেন পিয়া। 'আমি কান পেতে রই'.... গতবছরের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত ও পিয়া। আইনি বিয়ে সেরেছেন তাঁরা। আর তার পর থেকেই, পিয়ার ঠিকানা পরমব্রতের বাড়ি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাঁর সুখী গৃহকোণের ছবি শেয়ার করে নেন। কখনও ফুলে সাজানো ব্যালকনি, তখনও আবার ব্যালকনিতে অলস বিকেল। পিয়ার ছবিতে ধরা পড়ে সবই। এবার, এই প্রথম, পরমব্রতর সঙ্গে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন পিয়া। কী রয়েছে সেই ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে, গিটার হাতে বসে রয়েছেন পরমব্রত। আর তাঁর পাশে বসেই গান গাইছেন পিয়া.. আমি কান পেতে রই। পিয়ার ভরাট গলার সুরে ফের নতুন করে যেন মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই প্রশংসা করেছেন তাঁর গানে। অনেকের মতে আবার, পরমব্রতর গীটারকে ছাপিয়ে গিয়েছে পিয়ার গান। পরমব্রতও দীর্ঘদিন ধরে গীটার বাজাচ্ছেন। পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপমের সঙ্গে পিয়ার ডুয়েট গান শুনেছেন অনেকেই। আর পরমব্রতের সঙ্গে পিয়ার এই গিটার-গানের জুটিকেও পছন্দ করেছেন অনেকেই। অনেকে আবার বলেছেন, 'এতদিনে নিজের সঠিক জীবনসঙ্গীকে বেছেছেন পিয়া'। আপাতত পিয়া আর পরমব্রত ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। পরমব্রত এর আগে তাঁর বাড়ির ছবি শেয়ার করায় ততটা স্বচ্ছন্দ ছিলেন না। তবে পিয়ার হাতের ছোঁয়ায় তাঁর বাড়ি সেজে উঠেছে সুন্দর ফুলে, আলোয়। সোশ্যাল মিডিয়ায় পরমব্রতর বাড়র অন্দরমহল প্রকাশ্যে এসেছে পিয়ার হাত ধরেই।
'অচিন্ত্য আইচ' ঋত্বিকের গল্পে চমক শাশ্বত-সুরঙ্গনা, হবে আইনি সমাধান?
এই সিরিজের ঘোষণা হয়েছিল আগেই, আর এবার প্রকাশ্যে এলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর রূপে। প্রকাশ্যে এল 'হইচই' (Hoichoi)-এর নতুন ওয়েব সিরিজের ট্রেলার। এই সিরিজের ঘোষণা হলেও, তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি প্রযোজনা সংস্থার থেকে। প্রকাশ্যে আনা হয়নি অন্যান্য কাস্টিংও। আজ ট্রেলারে দেখা গেল কাহিনীর ঝলক। আজ যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ঋত্বিককে। একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে, তিনি নাকি খুবই খারাপ আইনজীবী। অন্যদের বলা কথা নয়, নিজেই নাকি তিনি বলে বেড়ান, সে ভীষণ খারাপ আইনজীবী। কেবল নাকি ছাগল-মুরগীর কেসই লড়েন তিনি। তবে হঠাৎ তাঁর হাতে এল অদ্ভূত একটা কেস। নাহ, ছাগল-মুরগী নয়... একজনের মানুষের জীবনের কেস। তারপরে? সেটা দেখা যাবে ওয়েব সিরিজে। ট্রেলারের অন্যতম আকর্ষণ কিন্তু সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। এক্কেবারে শেষে সুরঙ্গনাকে দেখানো হয়েছে একজন কয়েদির ভূমিকায়। এই সিরিজের কাস্টিংয়ের একটা আকর্ষণ যদি সুরঙ্গনা হয়, আরেকটা তাহলে অবশ্যই শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। এই ওয়েব সিরিজে দেখা যাবে, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়-কে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।
আরও পড়ুন: Mithila Exclusive: এত ভাল ছবি হচ্ছে, তবু টলিউডে তেমন ব্লকবাস্টার হিট নেই কেন? প্রশ্ন মিথিলার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।