কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে গ্যাসের দাম (Gas Price) নিয়ে ফের বড় সিদ্ধান্ত মোদি সরকারের। এবার ভোটের আগে কমল বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial Gas Price)। 


কেন্দ্রের তরফে জানান হয়েছে, সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৩২ টাকা। কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমে হল ১ হাজার ৮৪৭ টাকা। অটোয় ব্যবহৃত গ্যাসের দাম কমল ৯৯ পয়সা। 


এর আগে আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমিয়েছিল মোদি সরকার। সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে দাম কমিয়েছিল কেন্দ্র। নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি অনুযায়ী, এবং মহিলাদের জীবনধারাকে সহজ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এমনই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  


সেই সময় এটাই ঘোষণা করা হয় যে, এর পাশাপাশি, উজ্জ্বলা যোজনার সিলিন্ডারে আরও একবছর ভর্তুকি মেলার ঘোষণাও করা হয়েছিল কেন্দ্রের তরফে। ২০২৪-২৫ অর্থবর্ষেও এই সুবিধা মিলবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাওয়া যাবে এই ভর্তুকির টাকা, এমনটাও সেই সময় জানিয়েছিল কেন্দ্র। 


এর আগে সংসদে অন্তর্বর্তী বাজেট পেশের আগেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়েছিল। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৮৮৭ টাকা। অন্তর্বর্তী বাজেট পেশের আগে মধ্যরাত থেকেই কার্যকর হয়েছিল নতুন দাম। এবার ভোটের আগে কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমে হল ১ হাজার ৮৪৭ টাকা।                                                              


আরও পড়ুন, উত্তরবঙ্গে দুর্যোগ, রাতেই যাচ্ছেন মমতা, রাজভবনে প্রস্তুত পিস রুম


এদিকে ভোটের প্রচারে গ্যাসের দাম নিয়ে মোদি সরকারকে বিঁধেছে তৃণমূল। শনিবারই মথুরাপুরের সভা থেকে বিজেপির উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে অভিষেক বলেন, 'আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য দিদি আছে। আপনারা ১ হাজার টাকার রান্নার গ্যাসটা ফ্রি করে দিন। বলুন, আগামী ৫ বছর রান্নার গ্যাস ফ্রি। একটা নোটিফিকেশন দেবে শুধু। আমি ৪২টা কেন্দ্রে প্রার্থী তুলে নেব।  ওপেন চ্যালেঞ্জ।'