কলকাতা: বাবা হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। মা হলেন পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। জামাইষষ্ঠীর দিনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন পিয়া। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, পিয়া সুস্থ রয়েছেন। তবে এখন তিনি ঘুমাচ্ছেন। সবসময় স্ত্রীর সঙ্গেই রয়েছেন পরমব্রত। আগামী কয়েকটা দিন পরিবারকেই দিতে চান পরমব্রত।

এর আগেই পরমব্রত জানিয়েছিলেন, তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন। ফলে তিনি ইতিমধ্যেই সমস্ত কাজ মিটিয়ে ফেলেছেন। যে সময়ে পিয়া অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময়ে কার্যত টানা কাজ করে গিয়েছেন পরমব্রত। সেইভাবে পিয়াকে তিনি সময় দিতে পারেননি। সেই কারণেই পরমব্রত চান, সন্তান কোলে আসার পরে স্ত্রীকে সময় দিতে। সেই কারণেই পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন পরমব্রত। দেড় মাসের জন্য বিরতি নিয়েছেন তিনি। এরপরে ফের তিনি যোগ দেবেন কাজে। অন্যদিকে অন্তঃসত্ত্বা হয়েও কাজ করছিলেন পিয়া। তবে এখন তাঁর জীবনে শুরু হল নতুন অধ্যায়। 

জুন মাসের মাঝামাঝিই পরমব্রত ও পিয়া ঘোষণা করেছিলেন, তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি। তবে থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। পরমব্রত ও পিয়া চেয়েছিলেন, তাঁদের সন্তান বড় হোক পাড়ার আবহে। সেই কারণেই তাঁরা বাড়িতে থাকছেন, কোনও ফ্ল্যাটে নয়। সন্তানকে নিয়ে অনেক আগে থেকেই অনেক পরিকল্পনা ছিল পরমব্রত ও পিয়ার। প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দুজনেই। অবশেষে সেই অপেক্ষার অবসান। পরমব্রত ও পিয়ার কোল আলো করে এল পুত্রসন্তান। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি।

কাজের ক্ষেত্রে, সদ্য মুক্তি পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'সোনার কেল্লায় যকের ধন'। এই ছবিতে পরমব্রতর সঙ্গে ছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick) ও গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। সায়ন্তন ঘোষালের পরিচালনায় সুরিন্দর ফিল্মসের তরফ থেকে মুক্তি পেয়েছে এই ছবি। অন্যদিকে, এর আগেই মুক্তি পেয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের 'হেমলক সোস্যাইটি' ছবিটি। এই ছবিতে প্রথমবার কৌশানী মুখোপাধ্য়ায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন পরমব্রত। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি দর্শকদের কাছেও প্রশংসা পেয়েছিল।  এর আগে, সৃজিত মুখোপাধ্যায়ের 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিতেও ছিলেন পরমব্রত। ইতিমধ্যেই তিনি অনির্বাণ ভট্টাচার্য্য ও পার্নো মিত্রকে নিয়ে 'ভোগ' ওয়েব সিরিজটিও পরিচালনা করে ফেলেছেন।