কলকাতা: ফের ওয়েব সিরিজে ফেলুদা। নাহ.. টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) নয়, ফেলুদার ভূমিকায় ফের একবার দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee)। অরিন্দম শীল (Arindam Sil)-এর পরিচালনায় জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ (Web Series)।
'ফেলুদা' (Feluda) নিয়ে উচ্ছসিত পরমব্রত চট্টোপাধ্যায়। বলছেন, 'এমন একটা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত থাকা ভীষণ ভাল লাগার যে গল্পের রহস্য দর্শকদের আসন ছেড়ে উঠতে দেয় না। আমার কাছে ফেলুদার চরিত্রে অভিনয় করা যেন শার্লক হোমস (Sherlock Homes)-এর জুতোয় পা গলানোর মতো। সত্যজিৎ রায়ের (Satyajit Roy)-এর লেখা কোনও চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ সত্যিই একটা বিশাল বড় প্রাপ্তি। দর্শকেরা একেবারে গল্পের শেষ পর্যন্ত অনুমান করতে থাকবেন দোষী কে। সেটাই এই সিরিজের অন্যতম আকর্ষণ। যেমন এই সিরিজে রহস্য রোমাঞ্চের টান টান বুনোট থাকবে, তেমনই একটা বিশেষ সময়কালকেও তুলে ধরা হবে।'
আরও পড়ুন: Ankush Sandipta: অঙ্কুশের সঙ্গে 'শিকারপুর'-এ জুটি বাঁধছেন সন্দীপ্তা, সঙ্গে রয়েছেন কৌশিকও!
এই প্রথমবার ফেলুদা-কে নিয়ে কোনও কাজ করছেন অরিন্দম শীল। তাঁর ব্যোমকেশ সিরিজ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। বাঙালির অন্যতম গোয়েন্দা আইকনকে অরিন্দম ঠিক কীভাবে পর্দায় নেন সেই অপেক্ষায় দর্শকেরা। অন্যদিকে এর আগেও ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে পরমব্রতকে। তবুও অভিনেতার থেকে নতুন প্রত্যাশা রয়েছে দর্শকদের। সিরিজের নাম 'শাবাশ ফেলুদা'