Parambrata's Aranyak Shoot: হাঁটু পর্যন্ত বরফে মারপিটের দৃশ্য, ‘আরণ্যক’-এর অভিজ্ঞতা জানালেন পরম

Parambrata's Aranyak Shoot: বিনয় ওয়াইকুলের পরিচালনায় ‘আরণ্যক’-এ অভিনয় করেছেন পরমব্রত। তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon) এবং আশুতোষ রানা (Ashutosh Rana)।

Continues below advertisement

মুম্বই: বছর দশেক আগে ‘কহানি’ দিয়ে শুরু করেছিলেন। তবে মুম্বইয়ে এখন আর ‘অতিথি শিল্পী’ নন তিনি। পূর্ণদৈর্ঘ্যের ছবি হোক বা ওয়েবসিরিজ, হিন্দি ভাষার ছবিতে (Hindi Movies) এখন নিয়মিত মুখ হয়ে উঠেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। কিন্তু অনলাইন সম্প্রচার মাধ্যম নেটফ্লিক্স-এর (Netflx Series) জন্য ‘আরণ্যক’ (Aranyak) ছবির শ্যুটিং করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বলে জানালেন তিনি।

Continues below advertisement

১০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘আরণ্যক’। এখনও পর্যন্ত প্রতিক্রিয়া বেশ ভালই। কিন্তু এই ‘আরণ্যক’ ছবির শ্যুটিংয়ে হিমালয়ের কোলে দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানালেন পরমব্রত।

‘আরণ্যক’-এ কাজের অভিজ্ঞতা জানতে চাইলে পরমব্রত বলেন, “যে জায়গায় শ্যুটিং করা কঠিন, সেখানে কাজ করেই কিন্তু সবচেয়ে বেশি আনন্দ। এর আগে এক বার মাত্র হাঁটু পর্যন্ত বরফে দাঁড়িয়ে ক্যামেরার সামনে শট দিয়েছিলাম। কিন্তু ওইরকম বরফে মারপিটের দৃশ্য শ্যুট করতে হয়েছে এ বার। খুব কঠিন ছিল। তাপমাত্রা মাইনাস ছয়-সাতের মধ্যে ঘোরাফেরা করছিল।”

পরমব্রত যোগ করেন, “আমরা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। ঠান্ডায় জমে যাচ্ছিলাম প্রায়। দিনের শেষে দাঁড়ানোর ক্ষমতা থাকত না। কারণ আমরা প্রায় সকলেই সমতলের মানুষ। সারা ক্ষণ উষ্ণ আবহাওয়ায় থেকে অভ্যস্ত। আমি আবার কলকাতার মানুষ কলকাতায় ঠান্ডা পড়লেও, তার সঙ্গে যেখানে শ্যুটিং করছিলাম, তার কোনও তুলনাই চলে না।”

বিনয় ওয়াইকুলের পরিচালনায় ‘আরণ্যক’-এ অভিনয় করেছেন পরমব্রত। তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon) এবং আশুতোষ রানা (Ashutosh Rana)। রমেশ সিপ্পি এন্টারটেইনমেন্ট এবং রায় কপূর ফিল্মস-এর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘আরণ্যক’। হিমালয়ে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যাওয়া পর্যটকদের নিয়ে তৈরি হওয়া রহস্য নিয়ে এগিয়েছে গল্প।  

Continues below advertisement
Sponsored Links by Taboola