কলকাতা : রঞ্জি ট্রফির প্রাথমিক প্রশিক্ষণ শিবিরের জন্য ২৭ জনের নাম ঘোষণা সিএবি-র। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। ভাল ফলের আশায় বাংলার ক্রিকেট মহল। দলে রয়েছেন- অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক দাস, শ্রীবৎস গোস্বামীরা মতো তারকা ক্রিকেটাররা।
দেখে নিন প্রশিক্ষণের জন্য চূড়ান্ত তালিকা
করোনার ধাক্কায় গত মরসুমে ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট রঞ্জি ট্রফি স্থগিত রেখেছিল বোর্ড। এবার সেই টুর্নামেন্ট ফিরছে। এ বছরে নয়, ১৩ জানুয়ারি থেকে হবে রঞ্জি ট্রফি।
বোর্ড থেকে একটি বিবৃতিতে জানিয়েছিল, কেন্দ্রীয় সরকার, প্রত্যেকটি রাজ্য সংস্থা এবং স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা।
আরও পড়ুন ; আগেও রান করে বাদ পড়েছি, নতুন করে কিছু প্রমাণ করার নেই, বাংলাকে জিতিয়ে বলছেন অনুষ্টুপ
ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির আগে রঞ্জি ট্রফি আয়োজন করায় সিএবি-সহ কিছু রাজ্য আপত্তি জানিয়েছিল বলে বোর্ড সূত্রে খবর। সেই কারণেই সূচিতে বদল আনা হয়।
আরও পড়ুন ; রঞ্জি ট্রফি পিছিয়ে দিল BCCI, শুরু জানুয়ারিতে
৮৫ বছর পর গত মরসুমে করোনা পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছিল রঞ্জি ট্রফি। এবার তা ফের শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সিনিয়র বিভাগের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু করার কথা ছিল বোর্ডের। গত ৩ জুলাই যে সূচি প্রকাশিত হয়েছিল তাতে ২০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফি। নতুন সূচিতে সেই প্রতিযোগিতা শুরু হয় ২৭ অক্টোবর থেকে। রঞ্জি ট্রফিকে পরের বছরে নিয়ে যাওয়া হয়েছে। নতুন সূচি অনুসারে রঞ্জি ট্রফি শুরু হবে ১৩ জানুয়ারি। বাংলার প্রথম ম্যাচ ত্রিপুরার বিরুদ্ধে। ১৩ জানুয়ারিই।