কলকাতা: করোনা উপসর্গ নিয়ে রিপোর্ট নেগেটিভ আর উপসর্গহীন হয়ে যাওয়ার পর করোনা রিপোর্ট (Corona positive) পজিটিভ! সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজেই এই অভিজ্ঞতার কথা জানালেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সেইসঙ্গে জানালেন, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। 


আজ নিজের ট্যুইটারে একটি পোস্ট করেন পরমব্রত। সেখানে তিনি লেখেন, 'গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ দেখা দেয়। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ আমি কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার যে সামান্য উপসর্গ ছিল তাও চলে যায়। আমি পুরোপুরি সুস্থবোধ করি। কিন্তু এর ২ দিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য ফের করোনা পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। অর্থাৎ আমি করোনা আক্রান্ত। ৩ দিন পর আমি আবার নিয়মমাফিক করোনা করোনা পরীক্ষা করাব।'



অন্যদিকে টালিগঞ্জের (Tollyganj) স্টুডিওপাড়াতেও করোনার (Corona) থাবা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী রেশমি সেন (Reshmi Sen)। নিয়েছিলেন ভ্যাকসিনের দুটি ডোজ।  করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।


বলিউড থেকে টলিউড, একের পর এক তারকা করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। কেউ দ্বিতীয়বার আক্রান্ত। কারও আবার টিকার ডবল ডোজের পরও সংক্রমণ হয়েছে। সদ্যই খবর পাওয়া গিয়েছিল কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। মঙ্গলবার ফেসবুকে নিজেই সংক্রমিত হওয়ার কথা জানান তিনি। তিনি লেখেন, 'দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক'দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।'


করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।