কলকাতা: নতুন ছবি 'হেরা ফেরি ৩' নিয়ে তরজা চলছে। এই সিনেমা ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছিল। 'হেরা ফেরি' অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। সেই ছবির সিক্যুয়াল আসছে শুনে যারপরনাই খুশি ছিলেন দর্শক। তবে তাল কাটল পরেশ রাওয়াল (Paresh Rawal) -এর এই ছবি থেকে সরে যাওয়া নিয়ে। 'হেরা ফেরি' মানেই যে অক্ষয় কুমার (Akshay Kumar), পরেশ রাওয়াল আর সুনীল শেট্টি (Suneil Shetty)-র জুটি। তাঁদের মধ্যে থেকে একজন সরে গেলে সিনেমা হবে কি করে? এই ছবি থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। অনেকেই অভিযোগ করেছেন যে পরেশ রাওয়াল অপেশাদার, সেই কারণে ছবির শ্যুটিং শুরু হওয়ার পরেও ছবি থেকে সরে দাঁড়ালেন তিনি। আর এই প্রসঙ্গে এবার মুখ খুললেন পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র।

সম্প্রতি, পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র থেকে বলা হয়েছে, 'যে মানুষটা ৪ দশক ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত, কিছু না জেনে শুনে তাঁকে অপেশাদার দাগিয়ে দেওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। হাস্যকর ও বটে। একটা কথা স্পষ্ট করে দেওয়া দরকার... ছবির শ্যুটিং কিন্তু এখনও শুরু হয়নি। এর আগে কেবল মাত্র একটা প্রোমো শ্যুটিং হয়েছে। সেটা ছবির শিডিউলের অংশই নয়। সিনেমাটার শ্যুটিং শুরু হওয়ার কথা আগামী বছর থেকে। সেটে অ্যাকশন কাট বলার অনেক আগেই ছবি থেকে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল। তিনি কোনও ক্ষতি করতে চান না বলেই শ্যুটিং শুরু করার আগে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন।

এর আগে জানা গিয়েছিল, অক্ষয়ের প্রযোজনা সংস্থা 'Cape of Good Films' পরেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। পরেশের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ অক্ষয় এবং তাঁর প্রয়োজনা সংস্থার লোকজন। পরেশকে বাজারের তুলনায় তিন গুণ বেশি পারিশ্রমিক দেওয়া হলেও, শেষ মুহূর্তে ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। আর এর পরেই পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়, শেষ মুহূর্তে নয়, ছবির শ্যুটিং শুরু হওয়ার অনেক আগেই সিনেমাটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল। 

অক্ষয় কুমারের সংস্থার আইনজীবীর অবশ্য দাবি, ইতিমধ্যেই সিনেমাটির একটি ট্রেলার শ্যুটিং হয়ে গিয়েছে। সেইদিনই সিনেমার প্রায় সাড়ে ৩ মিনিটের অংশ ও শ্যুটিং হয়ে গিয়েছিল। সেখানে পরেশ রাওয়াল ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি জানিয়েছেন, তিনি সিনেমাটি থেকে সর দাঁড়িয়েছেন।