কলকাতা: আগামীকাল ২৪ মে। শনিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন মেষ থেকে কন্যার রাশিফল।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): আনন্দে কাটবে দিন। বাবা মায়ের সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। বাড়িতে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ মনোরম থাকবে। সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন। প্রেমের সম্পর্কে জন্য দুর্দান্ত দিন। পরিবারের সদস্যদের প্রত্যাশা বাড়বে। কাজের চাপ বৃদ্ধি পাবে।                             

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): পরিবারে ভাল কিছু ঘটার লক্ষণ রয়েছে। শিক্ষকদের কাছ থেকে সাহায্য পাবেন। সমস্যা থাকলে তা সহজেই সমাধান হবে। যোগব্যায়াম করচে পারেন। সামাজিক স্তরে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সুবিধা পাবেন। বড় দায়িত্ব পেতে পারেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে।

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে।  সুসংবাদ পাবেন। এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ভ্রমণ যেতে পারেন। স্ত্রীর সহায়তায় মন উৎসাহে ভরে উঠবে। স্টেশনারি বিক্রেতাদের জন্য আগামীকাল শুভ দিন। কঠোর পরিশ্রমের ফল পাবেন। 

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অর্থ লাভের পথ খুলবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পছন্দের উপহার দিতে পারেন। বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা স্থগিত হতে পারে। জিনিসের বিশেষ যত্ন নেওয়া উচিত। ভাজা খাবার খাওয়া এড়ানো উচিত। সব সমস্যা দূর হবে।

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): স্ত্রীর সাহায্যে কিছু কাজ সম্পন্ন হবে। অর্থ উপার্জনের নতুন উপায় পাবেন। বন্ধুদের সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ হতে পারে। তবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। এই রাশির শিক্ষকদের ভাল দিন হবে। কোনও কাজে সাফল্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নয়। 

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।