মুম্বই: অনুরাগীদের স্বস্তি দিয়ে ‘হেরা ফেরি ৩’ ছবিতে প্রত্যাবর্তন ঘটছে পরেশ রাওয়ালের। কিন্তু তার পরও কি অস্বস্তি কাটছে না বর্ষীয়ান অভিনেতার? তবে ইন্ডাস্ট্রি নয়, এবার সিনেমা হলের ব্যবস্থাপনা, দর্শকদের পছন্দ-অপছন্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। বিশেষ করে, সিনেমা হলে বসার ব্যবস্থাপনা নিয়ে আপত্তি জানিয়েছেন পরেশ। (Bollywood Updates)
সম্প্রতি একটি পডকাস্টে নিজের মতামত তুলে ধরেন পরেশ। সিনেমা হলে রিক্লাইনার, অর্থাৎ প্রায় শুয়ে পড়ার মতো অবস্থায় ছবি দেখা নিয়ে আপত্তি জানান অভিনেতা। মন দিয়ে ছবি দেখার পরিবর্তে, আজকাল মাল্টিপ্লেক্সে কোলে বালিশ নিয়ে মানুষজন আরাম খুঁজতে যান বলে মত তাঁর। পাশাপাশি, মাল্টিপ্লেক্সে বেয়ারা কেন ঘুরবে, কেন ঘুরে ঘুরে খাবারের অর্ডার নেবে, তা নিয়েও প্রশ্ন তোলেন। মাল্টিপ্লেক্স না বিয়েবাড়ি, তা বোঝা দায় বলে দাবি তাঁর। (Paresh Rawal)
মাল্টিপ্লেক্সে হেলে বসার যে ব্যবস্থা, তা নিয়ে তীব্র আপত্তি জানান পরেশ। তাঁর কথায়, “বসে ছবি দেখাই দস্তুর। শুয়ে শুয়ে ছবি দেখা যায় না। স্পা করাতে আসোনি, ছবি দেখতে এসেছো! আবার ওয়েটারও ঘুরে বেড়াচ্ছে। ‘হট’, ‘হট’ বলে সরাতে হয়। পর্দায় ছবি চলছে, কোনও বিয়ের অনুষ্ঠান নয়। এই সব নোংরামি…গোল্ড ক্লাস এবং কী সব…সিনেমা হলে যাওয়ার ইচ্ছেই হয় না। চেয়ারে আরাম করে বসা অবশ্যই দরকার। তাই বলে বালিশ কেন লাগবে? ওভাবে বসতে হলে স্পা করাতে যাও বা মুজরা দেখতে যাও।”
সিনেমা হলে টিকিটের দাম যে হারে বাড়ছে, তা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরেশ। দক্ষিণের মতো ছবির টিকিটের দাম বেঁধে দেওয়া উচিত বলে মত তাঁর। পরেশের কথায়, “আম জনতা ছবি দেখতে পারবেন না, শুধুমাত্র ধনীরাই ছবি দেখবেন, এটা অন্যায়। মধ্যবিত্ত পরিবারের পাঁচ-ছ’জন মিলে ছবি দেখতে গেলে এক লহমায় ৫০০০-৬০০০ টাকা বেরিয়ে যায়। ছবি ভাল হওয়ারও কোনও গ্যারান্টি নেই।” মাল্টিপ্লেক্সে টিকিটের অত্যধিক দাম নিয়ে আগেও একাধিক তারকা মুখ খুলেছেন। তবে সিনেমা হলে কে, কীভাবে বসবেন, তা নিয়ে আপত্তির কী আছে, পরেশের মন্তব্যে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে পরেশ। প্রথমে 'হেরা ফেরি ৩' ছবি থেকে তাঁর বেরিয়ে যাওয়া নিয়ে সরগরম ছিল মায়ানগরী। অক্ষয় কুমারের সঙ্গে মতানৈক্যের জেরেই তিনি ছবি থেকে বেরিয়ে যান বলে জানা যায়। এমনকি আইনি টানাপোড়েনের কথাও সামনে আসে। তবে শেষ পর্যন্ত অক্ষয়ের সঙ্গে মিটমাট হয়ে গিয়েছে এবং পরেশ ফের 'হেরা ফেরি ৩' ছবিতে অভিনয় করছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, শত্রুঘ্ন সিনহার ছেলে কুশ সিনহার পরিচালনায় 'Nikita Roy' ছবিতেও দেখা যাবে পরেশকে। 'ভূত বাংলা' ছবিতেও অভিনয় করার কথা তাঁর।