মুম্বই: স্ত্রী অনুষ্কা শর্মার ছবি ‘পরী’ দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ট্যুইট, ‘গতকাল রাতে পরী দেখলাম। এটাই এখনও পর্যন্ত আমার স্ত্রীর সেরা অভিনয়। দীর্ঘদিন পর এত ভাল একটা ছবি দেখলাম। বেশ ভয় লেগেছে। তবে একইসঙ্গে স্ত্রীর জন্য গর্ব হচ্ছে।’



আজই মুক্তি পেয়েছে ‘পরী’। অনুষ্কা ও তাঁর ভাই কর্ণেশ শর্মার প্রোডাকশন হাউস এই ছবির প্রযোজক। গতকাল রাতে এই ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির ছিলেন বিরাট। এই ছবিতে অনুষ্কার সঙ্গে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও রজত কপূর।