লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে অল্পদিন আগে আফ্রিকা সফরে গিয়ে যখন নেচেছিলেন, ইন্টারনেট হাসাহাসি করেছিল, তাঁর ‘রোবটের মত’ নাচের প্রতিভা দেখে। কিন্তু মে যে তাতে মোটেই পাত্তা দেননি, তা পরিষ্কার। গতকাল বার্মিংহামে দলের সমাবেশেও মঞ্চে উঠে দিব্যি নাচলেন তিনি। সোশ্যাল মিডিয়া অবশ্য নিন্দে করতে এবারও কসুর করেনি।

কনজারভেটিভ পার্টি নেত্রী থেরেসা মে গতকাল বার্মিংহামে দলীয় সমাবেশে যোগ দিকে আসেন। নেপথ্যে বাজছিল ডান্সিং কুইন-এর মিউজিক। তার তালে তালে নাচতে নাচতে দিব্যি মঞ্চে উঠলেন তিনি। এমনকী মাইকের সামনে দাঁড়ানোর পরেও তাঁর নাচ বন্ধ হল না।

আফ্রিকায় গিয়ে থেরেসা সেখানকার স্কুল পড়ুয়াদের সঙ্গে একপ্রস্থ নেচেছিলেন।  সোশ্যাল মিডিয়া তা নিয়ে হাসিতে ফেটে পড়লেও প্রকাশ্যে নাচের কনফিডেন্স তিনি সেখান থেকেই পেয়ে গিয়েছেন বলে নিন্দুকরা মনে করছেন। কিন্তু তাঁর নাচ নিয়ে ইন্টারনেটের হাসাহাসি একটুও কমেনি।

দেখুন থেরেসা মের নাচ



আর এবার সমালোচকদের প্রতিক্রিয়া