নয়াদিল্লি: বলিউডে (Bollywood Wedding) ফের বিয়ের সানাই বাজল বলে। জোর কদমে চলছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। আগামী ২৪ সেপ্টেম্বর চার হাত এক হতে চলেছে পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার (Raghav Chadha)। উদয়পুরে (Udaipur) বিয়ে সারবেন তারকা জুটি। আজ সকালে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) দেখা গেল তাঁদের। শোনা যাচ্ছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উদয়পুরে। 


উদয়পুরে কড়া নিরাপত্তা, কোন কোন নিয়ম মানতে হবে আমন্ত্রিতদের?


দিল্লি বিমানবন্দরে শুক্রবার, ২২ সেপ্টেম্বর একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। উদয়পুরের উদ্দেশে পাড়ি দিয়েছেন হবু দম্পতি। শোনা যাচ্ছে বিয়ের আসর উদয়পুরের হোটেল লীলা প্যালেসে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। 


পরিণীতি ও রাঘবের রাজকীয় বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। ২৪ সেপ্টেম্বর বিয়ে। সূত্রের খবর, বর বেশে রাঘব একটি হোটেল থেকে 'দ্য লীলা প্যালেস'-এর উদ্দেশে রওনা দেবে নৌকা করে। সেই বাহন সাজানো হবে মেওয়াড়ি কায়দায়। 


সূত্রের আরও খবর, ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থাকবেন বিয়ের আসরে। বিয়ের স্থান 'হোটেল লীলা প্যালেস' তৈরি হয়েছে পিচোলা হ্রদের মাঝখানে। লেকের মধ্যিখানে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন নিরাপত্তারক্ষীরা। এই হোটেলগুলিতে পৌঁছনোর জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই জেটিতে মোতায়েন করা থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী। 


ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, বিয়ের আসরের গোপনীয়তা বজায় রাখতে একটি চুক্তিও তৈরি করা হয়েছে। হোটেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা বদলে ফেলা হয়েছে। কর্মচারী ছাড়া অন্য কেউ হোটেলে প্রবেশ করলে তাঁদের পুরোপুরি স্ক্যান করা হবে বলে খবর। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মনিটরিং হবে কড়াভাবে। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় বর কনে ও অন্যান্য অতিথিদেরও নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হবে। পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও থাকবেন বিমানবন্দরে। 


হোটেল সূত্রে খবর, ছবি ও ভিডিও যাতে কোনও অতিথিই না ক্যামেরাবন্দি করতে পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা হোটেলে ঢুকছেন তাঁদের মোবাইল ফোনের ক্যামেরায় নীল রঙের টেপ লাগিয়ে দেওয়া হবে বলে খবর। এই নীল রঙের টেপের বিশেষত্ব হচ্ছে, একবার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তীর চিহ্ন দেখতে পাওয়া যাবে। এর থেকে সহজেই বোঝা যাবে যে ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে। হোটেল স্টাফ থেকে শুরু করে, তাঁবু, ডেকরেশন, সাউন্ড সিস্টেম, শেফ সকলের ক্ষেত্রেই এই নিয়মাবলী প্রযোজ্য। হোটেলের স্টাফ ও অন্যান্য কর্মচারীরা তিন দিন হোটেলের বাইরে কোথাও যেতে পারবেন না। 


আরও পড়ুন: Sohag Chand: স্থূল চেহারায় স্যুইমস্যুট, ফ্যাশন শোয়ে 'বডি শেমিং'-এর শিকার সোহাগ! জবাব দিতে পারবে সে?


একজন বলিউড অভিনেত্রী, অপরজন আপ নেতা। এমন হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতরাও যে ভিভিআইপি হবেন, তা বলাই বাহুল্য। ফলে নিরাপত্তার কড়া বেষ্টনী যে থাকবে তাও প্রত্যাশিত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial