কলকাতা: টিনসেল টাউন এইমুহূর্তে মজে পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চড্ডার (Raghav Chaddha) বিয়ের খবর। রাজস্থানের উদয়পুরে  জমকালো ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের মাধ্য়মে এক হবে চার হাত। ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে সেপ্টেম্বর মাসেরই ২৩ ও ২৪ তারিখে আয়োজিত হবে এই বিবাহ অনুষ্ঠান। সোশ্য়াল মিডিয়ায় আগেই ভআইরাল হয়েছে বিয়ের নিমন্ত্রণ কার্ড, এবার বিয়ের অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন আমন্ত্রণ পত্র এল প্রকাশ্য়ে।

বিশেষভাবে কাস্টমাইসড করা এই আমন্ত্রণ পত্রে দেখা যাচ্ছে সেখানে অতিথিদের তাদের দুপুরের খাবারের জন্য ফ্রেসকো ডাইনিংয়ের ব্য়বস্থা আছে। বিয়ের থেকে বিদাই একের পর এর অনুষ্ঠানের জন্য় বিশেষভাবে কার্ডের ডিজাইন করা হয়েছে। 





আরও পড়ুন...


প্রথমে 'জওয়ান'-এর চিত্রনাট্যে ছিলই না 'বাপ-বেটা'-র সংলাপ! অজানা গল্প প্রকাশ্যে


জানা যাচ্ছে এই বিয়ের অনুষ্ঠানে সামিল হবে ২০০-রও বেশি অতিথি অভ্যাগতরা। থাকছেন ৫০ জনেরও বেশি VVIP অতিথি। ইতিমধ্যেই রাজস্থানের সেই প্যালেসে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। বেশ কিছুদিন আগেই বুকিং পাকা হয়ে গিয়েছে ওই বিলাসবহুল প্যালেস ও সংলগ্ন রিসর্টগুলির। সেখানে এখন হাই প্রোফাইল এই বিয়ের অতিথি সৎকারের আয়োজন তুঙ্গে।


যেহেতু এই বিয়েতে রাজনৈতিক ও রুপোলি পর্দার বেশ কিছু বড় নামেরা হাজির হবেন, তাই বেশ কড়ভাবে নজর রাখা হচ্ছে নিরাপত্তার দিকটাকেও। পরিণীতি কেবল রুপোলি পর্দার অভিনেত্রী নন, প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র বোনও। দিদি প্রিয়ঙ্কাও নিজের বিয়ে করেছিলেন রাজস্থানের একটি বিলাসবহুল প্যালেসে। প্রিয়ঙ্কার বিয়ের জৌলুস টেক্কা দিয়েছিল অনেক তাবড় তাবড় তারকাকেও। আর দিদির পথে হেঁটেই রাজস্থানে বিয়ের আসর বসাচ্ছেন পরিণীতিও। বিয়েতে অবশ্যই হাজির থাকবেন প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas)। 


শোনা যাচ্ছে, হলদি, মেহেন্দি, সঙ্গীতের মতো সমস্ত নিয়ম মেনেই হবে এই বিয়ে। ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে এই বিয়ের অনুষ্ঠান। আর তার আগেই প্যালেসে চলে আসবেন অতিথি অভ্যাগতরা। শোনা যাচ্ছে, রাজস্থানে বিয়ের সমস্ত নিয়ম মিটলে, হরিয়ানার গুরুগ্রামে একটি বড় পার্টি দেবের পরিণীতি ও রাঘব। সেখানেও হাজির থাকবেন অনেক অতিথিরা। 


তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। কিন্তু কখনওই এই ব্যাপারে নিজের মুখ খোলেননি কেউ। কিন্তু সম্প্রতি বারবার তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial