মুম্বই: দিদি প্রিয়ঙ্কা চোপড়াকে মঞ্চে নিজের পারফরম্যান্সের মাধ্যমে ট্রিবিউট দিতে হবে। রীতিমত নার্ভাস হয়ে পড়েছেন পরিণীতি চোপড়া। বলিউডের অন্যতম প্রতিভাধর এই অভিনেত্রী মনে করছেন, প্রিয়ঙ্কার স্টাইলের ১০ শতাংশ নিজের পারফরম্যান্সে তুলে ধরতে পারলেই বর্তে যাবেন তিনি।



টুইটারে তিনি লিখেছেন




জবাবে প্রিয়ঙ্কার টুইট


আরও নার্ভাস পরিণীতি



আয়ুষ্মান খুরানার সঙ্গে পরিণীতির আগামী ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’। এক উঠতি গায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ‘তাকাদুম’ ছবির কাজ শুরু করেছেন তিনি।