কলকাতা: প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) পথে হেঁটেই এবার মরুভূমিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)? ইতিমধ্যেই নায়িকা ঠিক করে ফেলেছেন তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং-এর ভেন্যু। সূত্রের খবর, রাঘব চড্ডা (Raghav Chaddha)-র সঙ্গে রাজস্থানের উদয়পুরের লেক পিচোলার ধারে উদয়বিলাস প্যালেসেই নাকি চার হাত এক হবে অভিনেতা ও রাজনীতিবিদের।


জল্পনা চলছিল বহুদিন ধরেই। বলিউড অভিনেত্রী (Bollywood Actress) পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়ে। সাত পাকে বাঁধা পড়বেন আম আদমি পার্টি (AAP) নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে।আর মে মাসের মাঝামাঝি আংটিবদল সেরে প্রেমের সম্পর্কের খবরে সিলমোহর দিয়েছেন এই যুগল। শোনা যাচ্ছে, কিছুদিন আগেই পরিবারের কিছু লোকজন ও রাঘবকে নিয়ে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন পরিণীতি। বিয়ের ভেন্যু খুঁজতে। আর সেই সফরেই নাকি পছন্দ হয়েছে উদয়বিলাস প্যালেস। 


'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' (Ye Jawani Hai Diwani) ছবিতে অভিনেত্রী কল্কি কেঁকলার বিয়ের আসর বসেছিল এই প্রাসাদেই। শ্যুটিং হয়েছিল এখানেই। সেই আসরেই নাকি বাস্তবে সাত পাকে বাঁধা পড়বেন এই দুই তারকা। শোনা যাচ্ছে, শীতকালে বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের। আর তাই, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই বিয়ে সেরে ফেলতে চান তাঁরা।                                       


এর আগে, রাজস্থানে বিয়ের আয়োজন করেছিলেন প্রিয়ঙ্কা। চোখ ধাঁধানো প্রাসাদ, রাজকীয় আয়োজন... সব মিলিয়ে প্রিয়ঙ্কার বিয়ে ছিল সেসময় শিরোনামে। প্রিয়ঙ্কা বিয়ের বিভিন্ন দিনের জন্য বিভিন্ন ডিজাইনারের পোশাক বেছেছিলেন। খ্রীস্টান ও হিন্দু মতে বিয়ে সেরেছিলেন প্রিয়ঙ্কা। স্বামী নিক জোনাস (Nick Jonas)-এর কাছে কার্যত ডেস্টিনেশন ওয়েডিং ছিল প্রিয়ঙ্কার বিয়ে। দিদির বিয়েতে সারাক্ষণই হাজির ছিলেন পরিণীতি। আর সূত্রের খবর, দিদির পথে হেঁটেই রাজস্থানে বিয়ের আসর সাজানোর প্রস্তুতি নিচ্ছেন পরিণীতি। তবে এর আগে ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ, সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণীরা গাঁটছড়া বাঁধার জন্য বেছে নিয়েছিলেন এই মরু শহরকেই।


দিল্লিতে সদ্য বাগদান সেরেছেন পরিণীতি ও রাঘব। ঘনিষ্ঠবৃত্তেই অনুষ্ঠান সারেন যুগলে। রাজনীতি ও বিনোদন দুনিয়ার দুই মানুষের প্রেমে খুশি অনুরাগী থেকে শুরু করে পরিবারের সবাই।


আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?


আরও পড়ুন: Benefits Of Neem Leaves: নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?