Parineeti-Raghav Wedding: প্রতীক্ষার অবসান। অবশেষে এক হল চারহাত। সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। নবদম্পতি অবশ্য বিয়ের কোনও ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। বর-বধূ বেশে রাঘব এবং পরিণীতির লুক এখনও প্রকাশ্যে আসেনি। অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সূত্রের খবর তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। এখন তোড়জোড় চলছে কনে বিদায়ের। সোশ্যাল মিডিয়ায় উদয়পুরের তাজ লীলা প্যালেসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে আলোয় মুড়ে দেওয়া হয়েছে গোটা প্রাসাদ। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বিখ্যাত 'কবিরা' গান। শোনা যাচ্ছে, আজ ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা ৩০ মিনিটের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লীলা প্যালেসের বাইরে থেকে গানের পাশাপাশি নাকি শোনা গিয়েছে পুরোহিতদের মন্ত্রোচ্চারণও। এখন নবদম্পতির প্রকাশ্যে আসা শুধু সময়ের অপেক্ষা। আজ রাতে ৮টা ৩০ মিনিটে একটি রিসেপশন পার্টি রয়েছে বলেও শোনা গিয়েছে। 






ইন্সটাগ্রামে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে পরিণীতি চোপড়ার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে বিখ্যাত মেহেন্দি ডিজাইনার ডলি সিং সান্ধুকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মেহেন্ডি ডিজাইনারই আলিয়া ভাটের বিয়ের সময়েও তাঁর হাতে এঁকেছিলেন অপূর্ব মেহেন্দির নকশা। নতুন ভাইরাল ছবিতে লক্ষ্য করা গিয়েছে হাতে এবং পায়ে মেহেন্দি পরেছেন পরিণীতি চোপড়া। 






বিয়ের সাজে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডাকে কেমন দেখতে লাগছে এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে নেটিজেনরা। তবে নতুন বর-কনের কোনও লুক প্রকাশ্যে আসেনি। শোনা গিয়েছে, আইভরি শেডের পোশাকে সেজেছেন তাঁরা। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সেজেছেন পরিণীতি চোপড়া। কোনওভাবেই যাতে বিয়ের কোনও ছবি প্রকাশ্যে না আসে সেই জন্য উদয়পুরের বিলাসবহুল হোটেলে রয়েছে কড়া নিরাপত্তা। এমনকি ক্যামেরা এড়ানোর জন্য বিশাল বড় ছাতা আর কাপড় দিয়ে ঘিরে পরিণীতি এবং রাঘবকে হোটেলের ভিতরে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। সেই ভিডিও ভাইরালও হয়েছে ইনস্টাগ্রামে। এমনকি যে নৌকায় চড়ে রাঘব চাড্ডা বরযাত্রী নিয়ে বিয়ের আসরে হাজির হয়েছেন, সেটিও চারপাশ থেকে পর্দা এবং ছাতা দিয়েই মুড়ে রাখা হয়েছিল। এইসবের মধ্যে ভাইরাল হয়েছে ফুল দিয়ে সাজানো একটি গাড়ির ছবি।






 


আরও পড়ুন- মাথায় 'সাফা' বেঁধে তৈরি কেজরিওয়াল, হলুদ পাগড়িতে সেজেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও, উদয়পুরে সাজো সাজো রব