কলকাতা: অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সদস্য় রাজনীতিবিদ রাঘব চড্ডার মধ্যে বিয়ের গুঞ্জন এখন টক অফ দ্য় টাউন। শোনাযাচ্ছে ১৩ই মে অর্থাৎ আগামীকাল বাগদান সারতে চলেছেন এই ডুয়ো। ইতিমধ্য়েই দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে তোড়জোড় শুরু হয়েছে। অন্য়দিকে, মুম্বইয়ের বান্দ্রায় পরিণীতি চোপড়ার বাড়ি সাজানো হল আলোতে। সূত্রের খবর অনুযায়ী, বিকেল ৫টায় শুরু হবে বাগদান অনুষ্ঠান। শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব থেকে সুখমনি সাহেবের জপের সঙ্গে, 'আরদাস' অর্থাৎ পবিত্র প্রার্থনা দ্বারা অনুসরণ করা হবে এই অনুষ্ঠানে। বাগদানের এই অনুষ্ঠানে ১৫০ জন অতিথি থাকবেন বলে জানা গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের প্রতিপক্ষ ভগবন্ত মান, ডিজাইনার মনীশ মালহোত্রা, কর্ণ জোহর, সানিয়া মির্জা এই বাগদানে অংশ নেবেন বলে জানা যাচ্ছে।
বলিউডসূত্রে খবর, পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার বাগদানের অনুষ্ঠানের মেনুতে থাকবে কাবাবসহ ভারতীয় খাবারের মিশ্রণ। এর পাশাপাশি, মেনুতে ভেগান অপশনও থাকবে।
বোনের বাগদান উপলক্ষ্য়ে দিল্লি আসতে পারেন দিদি প্রিয়ঙ্কা চোপড়াও। দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে বাগদান অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে।বলিউডসূত্রে খবর, বোনের বাগদান উপলক্ষ্য়েই ভারত সফরে আসছেন প্রিয়ঙ্কা। ১৩ তারিখ সকালে তিনি দিল্লি আসবেন। যদিও নিক ও কন্য়া মালতী তাঁর সঙ্গে থাকবে কিনা তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন...
বিশেষ এই দিনে কীভাবে সাজবেন অভিনেত্রী?
জানা যাচ্ছে, ভারী পোশাক বা গয়নায় সাজতে পছন্দ করেন না রাঘব বা পরিণীতি কেউই। তাঁদের বাগদানের পোশাকও তাই তৈরি করা হয়েছে অনেক পরিকল্পনার পরে। দিল্লির কর্ণট প্লেসের কপূরথালা হাউজে বসবে আপ সাংসদ ও বলি নায়িকার বিয়ের আসর। তাঁদের পোশাকে নাকি থাকবে রংমিলান্তি।
শোনা যাচ্ছে, মণীশ মলহোত্র (Manish Malhotra)-র পোশাকে সাজবেন পরিণীতি। অন্যদিকে রাঘব নাকি বেছে নিয়েছেন ডিজাইনার পবন সাচদেভের পোশাক। রাঘবের পোশাকের রঙ হবে আইভরি। সিল্ক ও খাদির মিশেলে তৈরি সাদামাটা কিন্তু আভিজাত্যপূর্ণ পোশাকে সেজে উঠবেন তিনি। কুর্তা পাজামার মতো ভারতীয় পোশাকই বেছেছেন রাঘব। তবে পরিণীতির পোশাকের সঙ্গে মিলিয়ে রাঘবের পোশাকে নাকি থাকছে সামান্য গোলাপি ছোঁয়া।
আরও পড়ুন...
Health Tips: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?