মুম্বই: কান পাতলেই এখন এই গুঞ্জন শোনা যাচ্ছে মায়ানগরীতে। থুড়ি, রাজধানীতেও। কারণ স্বপ্নের শহর নয়, পরিণীতি চোপড়া (Parineeti Chopra) আংটিবদলের জন্য বেছে নিয়েছেন 'দিলওয়ালো কি শহর'-কে। শোনা যাচ্ছে, ১৩ তারিখ, অর্থাৎ শনিবারই তাঁর বাগদান হওয়ার করা রাঘব চড্ডা (Raghav Chaddha)-র সঙ্গে। কিন্তু কী কী বিশেষত্ব থাকবে প্রেমের সেই আসরে? কী কী খুঁটিনাটি থাকবে রাঘব পরিণীতির সাজে?
জানা যাচ্ছে, ভারী পোশাক বা গয়নায় সাজতে পছন্দ করেন না রাঘব বা পরিণীতি কেউই। তাঁদের বাগদানের পোশাকও তাই তৈরি করা হয়েছে অনেক পরিকল্পনার পরে। দিল্লির কর্ণট প্লেসের কপূরথালা হাউজে বসবে আপ সাংসদ ও বলি নায়িকার বিয়ের আসর। তাঁদের পোশাকে নাকি থাকবে রংমিলান্তি।
শোনা যাচ্ছে, মণীশ মলহোত্র (Manish Malhotra)-র পোশাকে সাজবেন পরিণীতি। অন্যদিকে রাঘব নাকি বেছে নিয়েছেন ডিজাইনার পবন সাচদেভের পোশাক। রাঘবের পোশাকের রঙ হবে আইভরি। সিল্ক ও খাদির মিশেলে তৈরি সাদামাটা কিন্তু আভিজাত্যপূর্ণ পোশাকে সেজে উঠবেন তিনি। কুর্তা পাজামার মতো ভারতীয় পোশাকই বেছেছেন রাঘব। তবে পরিণীতির পোশাকের সঙ্গে মিলিয়ে রাঘবের পোশাকে নাকি থাকছে সামান্য গোলাপি ছোঁয়া।
বিনোদন থেকে শুরু করে রাজনীতির জগত, সমস্ত অনুরাগীরাই এখন ওয়াকিবহাল তাঁদের প্রেম নিয়ে। আম আদমি পার্টির বয়সে সবচেয়ে ছোট সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি বলিউড অভিনেত্রী, প্রিয়ঙ্কা চোপড়ার বোন। রাঘব ও পরিণীতির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, প্রথম মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পরে। সেই সময় থেকে অবশ্য এখনও পর্যন্ত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা। তবে জানা গিয়েছিল, রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব। আর এর পরেই বার বার সামনে এসেছে বিভিন্ন ঘটনা। কখনও পরিণীতি পাড়ি দিয়েছেন দিল্লি আর তাঁকে নিতে বিমানবন্দরে উপস্থিত থেকেছেন রাঘব। কখনও আবার রাঘব আর পরিণীতি একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মায়ানগরীতে অথবা খেলা দেখার সময়, স্টেডিয়ামে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই নাকি আংটিবদলের দিন পাকা করে ফেলেছেন চড্ডা ও চোপড়া পরিবার। আগামী ১৩ মে, দিল্লিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের উপস্থিতিতে আংটিবদল সারবেন তাঁরা। ১৫০ জন মত অতিথি উপস্থিত থাকার কথা এই অনুষ্ঠানে। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন পরিণীতি। লাল পোশাকে বিমানবন্দরে ক্যামেরাবন্দিও হয়েছেন তিনি। পাশে অবশ্যই ছিলেন রাঘব। আর সেখানেই পাপারাৎজিরা তাঁদের প্রশ্ন করে বসেন, 'বিয়েতে আমাদের আমন্ত্রণ থাকছে তো?' অনেকে আবার তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন। তবে এই সমস্ত প্রশ্নের উত্তরে এখনও মুখে কুলুপ রাঘব-পরিণীতির। কেবল হাসিই ফিরিয়ে দিয়েছেন এই দুই তারকা।
আরও পড়ুন: Sugar Cravings: হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা
আরও পড়ুন:Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?