মুম্বই: তিনি সাফল্য পেয়েছেন, জনপ্রিয়তাও। তাঁর পরিচালিত 'আরআরআর' (RRR) পৌঁছে গিয়েছে অস্কারের মঞ্চেও। আর এবার, নিজের 'স্বপ্নের কাজ' নিয়ে মুখ খুললেন এসএস রাজামৌলী (SS Rajamouli)। জানালেন, তাঁর স্বপ্নের কাজ, 'মহাভারত'-কে পর্দায় তুলে আনা।


এর আগেও 'মহাভারত' নিয়ে নিজের কাজ ও পরিকল্পনার কথা শেয়ার করেছিলেন রাজামৌলী। জানিয়েছিলেন, মহাভারতের এত দিক রয়েছে, তাকে একটা ছবিতে বেঁধে ফেলা কার্যত অসম্ভব। হয়তো সম্পূর্ণ মহাভারতকে পর্দায় তুলে ধরতে গেলে লাগতে পারে প্রায় ১০টা ছবি। শুধু তাই নয়, কাস্টিং থেকে শুরু করে মহাভারতের বিভিন্ন বিষয়গুলিও পর্দায় তুলে ধরা নেহাত সহজ নয় বলে মনে করেন রাজামৌলী।


এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজামৌলী বলেছেন, এই ছবির প্রস্তুতিপর্বের জন্য দীর্ঘ সময় লাগবে। প্রথম একটা বছর আমায় ভারতে যতরকম মহাভারত, তার যতগুলো ভার্সন পাওয়া যায়, সমস্ত পড়ে ফেলতে হবে। এরপর রয়েছে চরিত্র বাছাই ও সেট তৈরির কাজ। প্রসঙ্গত, বিগ বাজেট ছবি বানানো রাজামৌলির অন্যতম সিকনেচার স্টাইল।


রাজামৌলি আরও বলেছেন, 'আমি নিজের মতো করে মহাভারতের চরিত্রায়ন করব। যেভাবে বইতে দেখানো হয়েছে, সেভাবে চরিত্রদের নাও দেখাতে পারি। এ নিয়ে যদিও এখনও গবেষণার প্রয়োজন। শুধু চরিত্রায়ণ নয়, চরিত্রদের মধ্যের সম্পর্কগুলিও নতুনভাবে বোনার চেষ্টা করব আমি।'


অন্যদিকে, 'আর আর আর' ছবির জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল-এ (New York Film Critics Circle) সেরা পরিচালকের (Best Director) তকমা পেয়েছেন রাজামৌলি। বিখ্যাত ট্রেড বিশেষজ্ঞ রমেশ বালা ট্যুইট করে সুখবর দিয়েছিলেন। তিনি লেখেন, 'পরিচালক এস এস রাজামৌলি সেরা পরিচালকের সম্মান জিতলেন আর আর আর ছবির জন্য নিউ ইয়র্ক ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডসে। বড় সম্মান। শুভেচ্ছা’। শুধু তাই! অস্কারের মঞ্চেও হাজির ছিলেন রাজামৌলি। তাঁর ছবি আরআরআর-এর নাটু নাটু গানটি অস্কারে সম্মানিত হয়েছে। তবে সাফল্যে ভেসে যেতে চান না রাজামৌলি। ইতিমধ্যেই তিনি তাই শুরু করে দিয়েছেন নতুন ছবির পরিকল্পনা। 


রাজামৌলির ছবি মানেই 'বাহুবলী', বা 'আরআরআর'-এর মতো 'লার্জার দ্যান লাইফ' ছবি। সেই পরিচালকের হাতে যদি এসে পড়ে মহাভারতের মতো বিশাল এক ক্যানভাসের ছবি, তা যে নজরকাড়বে ঝলমলানিতে, তা আশা করে নেওয়া যায় সহজেই। তবে তার অপেক্ষা যে দীর্ঘ হবে, সেই ইঙ্গিতই দিলেন রাজামৌলি।