নয়াদিল্লি: দিল্লি পৌঁছলেন নবদম্পতি। ২৪ সেপ্টেম্বর উদয়পুরের (Udaipur) 'দ্য লীলা প্যালেস'-এ (The Leela Palace) গাঁটছড়া বাঁধার পর ২৫ তারিখ বিকেলের দিকে দিল্লি  (Delhi) পৌঁছলেন রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। হাতে হাত রেখে নবদম্পতি হলেন ক্যামেরাবন্দি। 


দিল্লি পৌঁছলেন রাঘব-পরিণীতি


আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বাস দিল্লিতে। বিয়ে সেরে সেখানেই স্ত্রীকে নিয়ে সোমবার পৌঁছলেন রাজনীতিক। কড়া নিরাপত্তার ঘেরাটোপে গতকালই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী ও রাজনীতিক। আজ সকালে ছবি পোস্ট করেন তাঁরা। এরপর দিল্লিতে তাঁদের একসঙ্গে দেখা গেল। পোজ দিলেন পাপারাৎজিদের জন্য। 


সবুজ ঘেঁষা হলুদ রঙের চুড়িদার পরে দেখা গেল পরিণীতিকে। তাতে নীল রঙের সূক্ষ্ম কাজ। হাতে চুড়া, সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, মুখে চওড়া হাসি। নজর কাড়লেন 'ইশকজাদে' অভিনেত্রী। তার পাশে বাদামী শর্ট কুর্তা, বেইজ রঙের প্যান্ট ও হাফ জ্যাকেটে হাসিমুখে রাঘব চাড্ডা। হাতে হাত রেখে পোজ দিলেন তাঁরা। বিমানবন্দর থেকে সোজা রাঘব চাড্ডার বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। সেখানেও রাজকীয়ভাবে বরণ করা হয় তাঁদের। 


অন্যদিকে, দিল্লিতে রাঘব চাড্ডার বাসভবনকে দারুণভাবে সেজে উঠতে দেখা গেছে। ফুল দিয়ে ভরিয়ে দেওয়া হয় প্রবেশদ্বার। ২৪ তারিখ বিয়ের পর ২৫ তারিখ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেদের 'শ্রী ও শ্রীমতি'র যাত্রা শুরুর কথা ঘোষণা করেন দম্পতি। 


বিয়ের পর প্রথম তাঁরা জনসমক্ষে আসেন উদয়পুরে জেটি থেকে নামার সময়। ক্যামেরাবন্দি হন জুটিতে। রিসেপশন পার্টির মতোই গোলাপী রঙের টপ ও স্টোলে দেখা যায় অভিনেত্রীকে। রাঘব চাড্ডার পরনে ছিল শার্ট ও ট্রাউজার।


আরও পড়ুন: 'Mission Raniganj' Trailer: টিনু সুরেশ দেসাইয়ের পরিচালনায় 'বৃহৎ উদ্ধার অভিযানে'র গল্প আনছেন অক্ষয় কুমার, 'মিশন রানিগঞ্জ' ট্রেলার প্রকাশ্যে


বিয়ের আসরে পরিণীতি চোপড়া পরেছিলেন মণীশ মলহোত্রর (Manish Malhotra) ডিজাইন করা হাতের কাজের সোনালী টোন-অন-টোন জ্যামিতির আকৃতি করা লেহঙ্গা। এই পোশাক তৈরি করতে আড়াই হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে জানা গেছে। মণীশ মলহোত্রর গয়নার কালেকশন থেকেই তিনি এমারেল্ড ও আনকাট জুয়েলারি পরেছিলেন। অন্যদিকে রাঘব চাড্ডা পরেছিলেন সাদা শেরওয়ানি। 


পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ২৪ সেপ্টেম্বর লীলা প্যালেসে রাজকীয় ঢঙে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় রাঘব ও পরিণীতির। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ জয়মালা ও সাত পাক সম্পন্ন হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial