নয়াদিল্লি : অবশেষে কাটল জট। ভারতে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে আসার ছাড়পত্র পেল পাকিস্তান। আইসিসি-র (ICC) তরফে জানানো হয়েছে, ভারতীয় সরকারের পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট দলের ভিসা দেওয়া হয়েছে।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। আর যার পরের দিনই রয়েছে পাকিস্তানের ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবেন বাবর আজম, শাহিদ শাহ আফ্রিদিরা। কিন্তু এখনও পর্যন্ত ভারতে আসার ছাড়পত্র না পেয়ে সোমবারই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। যদিও পিসিবিকে দেওয়া উত্তরে, আইসিসি জানিয়ে দিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভিসার ছাড়পত্র দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে।
যার ফলে মাঝে যে ক্ষনিক অনিশ্চয়তার বাতাবরণ ছিল, তা কেটে গেল। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইসিসি-র (ICC) কাছে দাবি ছিল, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ক্রমাগত দেরি করা হচ্ছে পাক ক্রিকেট দলকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ভিসা দেওয়ার ব্যাপারে। আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্বকাপের আগে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের।
দুবাইয়ে টিম বন্ডিং সেশনের পর আগামী ২৭ সেপ্টেম্বর হায়দরাবাদে (Hydrabad) এসে পৌঁছনোর কথা পাকিস্তান ক্রিকেট দলের। বিশ্বকাপের প্রাক্কালে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে পাক দলের। দুটি ম্যাচই আয়োজিত হবে হায়দরাবাদে। সেখানেরই রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ পাকিস্তানের। পাশাপাশি আগামী ১৪ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে মেগা ডুয়েল।
এমনিতেই চোটের জেরে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ (ODI World Cup) থেকে ছিটকে গিয়েছেন পেসার নাসিম শাহ (Naseem Shah)।
পাকিস্তানের বিশ্বকাপের দল: ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লা শফিক, বাবর আজ়ম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সউল শাকিল, ইফতিকার আমেদ, আঘা সলমান, শাদাব খান, উসামা মীর, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র ও হাসান আলি।
আরও পড়ুন- ঐতিহাসিক জোড়া সোনা, এশিয়ান গেমসের পদক তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন