‘দাবাং থ্রি’-তে সলমনের সঙ্গে রোম্যান্স করবেন এই অভিনেত্রী, কে তিনি জানতে ক্লিক করুন এখানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2016 10:37 AM (IST)
মুম্বই: সলমন খান তাঁর ‘দাবাং থ্রি’-তে নায়িকা হিসেবে কাকে নেবেন, তা নিয়ে বিস্তর জল্পনা শোনা যাচ্ছিল। তবে ‘দাবাং থ্রি’-তে সোনাক্ষী সিংহকে আর দেখা যাবে না রাজ্জোর চরিত্রে সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানানো হয়েছে ‘দাবাং থ্রি’-তে সলমনের বিপরীতে রোম্যান্স করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী, প্রিয়ঙ্কা চোপড়ার বোন পরিনীতি চোপড়াকে। শোনা গিয়েছিল এই ছবির প্রযোজক আরবাজ খান খুব একটা সোনাক্ষী সিংহের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী নন। সম্প্রতি পরিনীতিকে সলমনের সঙ্গে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজও করতে দেখা যায়। ‘কিল দিল’-এর অভিনেত্রী এখন বেশ কয়েক কেজি ওজন ঝরিয়ে আকর্ষক, সুন্দরীও হয়ে উঠেছেন। তিনি ‘ঢিশুম’-ছবিতে ক্যামিওর চরিত্রে অভিনয়ও করছেন। এছাড়া আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতেও কাজ করছেন পরিনীতি। ২০১৭ সালেই পর্দায় আসছে এই ছবি।