নয়াদিল্লি: জীবনের বিশেষ দিনে আইভরি রঙের লেহঙ্গায় (lehenga) সেজেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। পোশাক তো নজর আগেই কেড়েছিল, এবার তারকা ডিজাইনার মণীশ মলহোত্র (Manish Malhotra) প্রকাশ করলেন অভিনেত্রীর লেহঙ্গায় ছিল তাঁর 'হৃদয়ের টুকরো'। নায়িকার আবদারে সাড়া দিয়ে বিশেষ ডিজাইন করেন মণীশ।
পরিণীতির লেহঙ্গায় 'নানি'কে শ্রদ্ধা
'আমার জীবনের বিশেষ দিনে দিদাকে খুব মিস করেছি কিন্তু ওঁর একটি অংশ ছিল আমার সঙ্গে', নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন এমনই লিখলেন নববধূ পরিণীতি চোপড়া। আদরের 'নানি' অর্থাৎ দিদাকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন অভিনেত্রী। তাঁর দিদা নিজের শাড়িতে বাঁধতেন ওই 'চল্লা' অর্থাৎ চাবির রিং, যাতে থাকত বাড়ির চাবির গোছা। গোটা বাড়ির কর্ত্রী ছিলেন তিনি, এই 'চল্লা' তারই প্রতীক।
এদিন নায়িকার পোশাকের বর্ণনা দিতে গিয়ে ডিজাইনার মণীশ মলহোত্র জানান, পরিণীতির জন্য, তাঁর দিদা যখন বাড়িতে হেঁটে বেড়াতেন তখন তাঁর 'চল্লা'র আওয়াজ একইসঙ্গে সাহসিকতা ও লাবণ্যের মেলবন্ধন ছিল। মণীশ লেখেন, 'আমরা জানতাম তাঁর উত্তরাধিকারের এই টুকরো ওঁর লেহঙ্গায় যোগ করতেই হবে।' এছাড়াও ওই চাবির রিংয়ে এমন অনেক উপাদান যুক্ত করা হয় যা রাঘব ও পরিণীতির জীবনের সঙ্গে জড়িত। ছিল লন্ডনের স্মৃতি, শোনা যায় যেখানে তাঁদের প্রথম আলাপ হয়েছিল পড়াশোনার সূত্রে, এছাড়া রয়েছে সঙ্গীত, খান্দা সাহিব ইত্যাদির উপাদানও।
মণীশ মলহোত্র বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রীর ইচ্ছার কথা জানান। সেই পোস্টে কমেন্ট করে কৃতজ্ঞতা ও ভালবাসা উজাড় করে দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, 'আই লভ ইউ এম। তোমার আর কেউ নেই।'
প্রসঙ্গত, এর আগেই মণীশ মলহোত্র জানিয়েছিলেন যে পরিণীতির লেহঙ্গা তৈরি করতে আড়াই হাজার ঘণ্টা সময় লেগেছে। এছাড়া তাঁর ভেইলে দেবনাগরী হরফে বরের নাম সেলাই করান অভিনেত্রী।
আরও পড়ুন: Raghav-Parineeti: 'আমরা অত্যন্ত কৃতজ্ঞ', অনুরাগীদের জন্য ধন্যবাদ বার্তা দিলেন নবদম্পতি রাঘব-পরিণীতি
বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি করে নোট পোস্ট করেন রাঘব ও পরিণীতি, দুজনেই। অভিনেত্রীর পোস্টে লেখা, 'রাঘব ও আমি, আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যদিও আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকটি শুভেচ্ছাবার্তার উত্তর দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি (জীবন একটি ঘূর্ণিঝড় হয়ে উঠেছে, নিশ্চয়ই কল্পনা করতে পারছেন), দয়া করে জেনে রাখুন যে আমরা আমাদের হৃদয়ের আনন্দের সঙ্গে প্রত্যেকটি বার্তা পড়ছি।' একইসঙ্গে নোটে আরও লেখা হয়, 'আমরা একসঙ্গে এই সুন্দর যাত্রা শুরু করার সময়, আপনারা সবাই আমাদের পাশে আছেন জেনে আমরা আপ্লুত। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ সত্যিই মূল্যহীন, এবং আমরা এর চেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারতাম না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial