প্রায় এক বছর ডিপ্রেশনে ভুগেছি, হাতে ছবি ছিল না, পরিনীতিকে সেই অবস্থা থেকে উদ্ধার করেছেন এই পুরুষ
কিন্তু বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পরও, তাঁর হাতে দীর্ঘদিন কোনও ছবি ছিল না। এবার নিজের জীবনের সেই ডিপ্রেশনের সময়কার কথা নিয়ে মুখ খুললেন পরিনীতি।
অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার বোন, যিনি এরমধ্যেই বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বলিউড ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিচিত মুখ। তিনি হলেন পরিনীতি চোপড়া।
প্রায় এক বছর তাঁর হাতে কোনও ছবি ছিল না। তিনি হঠাত্ করে মোটা হয়ে যাওয়ায়, তাঁকে শারীরিক গঠন নিয়েও নানা সময় কটূ কথা শুনতে হয়েছে। সেসময় তাঁর ভাই সহজ তাঁকে প্রচুর মনোবল দিয়েছেন বলে নিজের বক্তব্যে জানিয়েছেন পরিনীতি।
নিজের জীবনের যে পর্যায়ের কথা বলেছেন, সেসময় তিনি নাকি একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন। ইমোশনালি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন।
কিন্তু আজ তিনি তাঁর ভাইয়ের জন্যেই কথা বলছেন, ঠাণ্ডা মাথায় ফের জীবনের মূলস্রোতে ফিরে এসেছেন
তাঁকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন তাঁর ভাই। তাঁকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন ভাই সহজ।
তাই সহজকে তিনি কতটা ভালবাসেন, তিনি যে আসলে তাঁর বেবি, তাঁর আত্মার সঙ্গী সেকথাও নিজের একান্ত সাক্ষাতকারে বলেছেন পরিনীতি
এমনকি কোনও পুরুষই তাঁর ভাইয়ের সেই জায়গাটা নিতে পারবেন না বলেও দাবি করেন পরিনীতি।
এমনকি কোনও পুরুষই তাঁর ভাইয়ের সেই জায়গাটা নিতে পারবেন না বলেও দাবি করেন পরিনীতি।