কলকাতা: ১৩ মে বাগদান সেরেছিলেন পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) ও আম আদমি পার্টি (AAP) নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। বলিউডসূত্রে খবর, চলতি বছর অক্টোবর মাসেই বিয়ে সারতে পারেন এই ডুয়ো। বিয়ের আসর জমতে পারে চণ্ডীগড় অথবা মুম্বইতে। তবে সম্প্রতি জানা যাচ্ছে, গুরুগ্রামে হতে চলেছে পরিণীতি-রাঘব রিসেপশন পার্টি। দ্য লীলা অ্যাম্বিয়েন্স গুরুগ্রাম হোটেলে হতে পারে এই অনুষ্ঠান।
সূত্রের খবর অনুযায়ী, দম্পতির বাবা-মা, পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা এই সপ্তাহেই সেই হোটেলের খাবারদাবার চেখে দেখতে সেখানে পৌঁছেছেন।
আরও পড়ুন
বিশ্বসেরা 'স্ট্রিট ফুড' মিষ্টির তালিকায় স্থান পেল ভারতীয় 'মাইসোর পাক', 'কুলফি', রইল পুরো তালিকা
প্রসঙ্গত, নয়াদিল্লির কনট প্লেসের 'কপূরথালা হাউজ'-এ গত ১৩ মে আংটি বদল করেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ নেতা রাঘব চাড্ডা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে, নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে অনুষ্ঠিত হয় বাগদান পর্ব। হাজির ছিলেন ইন্ডাস্ট্রিতে পরিণীতির ঘনিষ্ঠরা, ছিলেন একাধিক রাজনৈতিক নেতাও। অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া একটি হলুদ রাফল শাড়ি পরে ক্যামেরাবন্দি হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ছিলেন তাঁর স্ত্রীও। কালো শেরওয়ানি পরে দেখা যায় মণীশ মলহোত্রকে। অনুষ্ঠানের আগে পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দি হন প্রিয়ঙ্কা ও পরিণীতির তুতো বোন মান্নারা চোপড়াও।
আংটি বদল সেরে রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লিখেছিলেন, 'আমি যা প্রার্থনা করেছি... ও হ্যাঁ বলেছে।' অন্যদিকে একই ছবি পোস্ট করেন পরিণীতিও। একই ঢঙে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... আমি হ্যাঁ বলেছি।' বর ও কনের পরনে ছিল আইভরি রঙের পোশাক। বলাই বাহুল্য দু'জনের সাজই ছিল মনমুগ্ধকর, স্নিগ্ধ।
বাগদান সারার মাস দেড়েক পর এই দম্পতি গিয়েছিলেন শ্রী হরমন্দির সাহিব মন্দিরে (Shri Harmandir Sahib Temple)। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী (Parineeti Chopra) । ক্যাপশনে অভিনেত্রী (Parineeti Chopra) লিখেছিলেন, 'ওঁকে পাশে নিয়ে এইবার আমার এই মন্দির দর্শন আরও বিশেষ হয়ে উঠেছিল।' সেই সঙ্গে গুরমুখী ভাষায় লেখেন, 'ওয়াহেগুরু দা খালসা, ওয়াহেগুরু দি ফতেহ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial