কলকাতা: ছবির ঘোষণা হয়েছিল আগেই। ছবির নাম থেকে শুরু করে বিষয়বস্তু, সবকিছুই ছিল বিশেষত্ব। আজ থেকে শ্যুটিং শুরু হল পার্নো মিত্রর নতুন ছবি 'সুসু' অর্থাৎ 'সুনেত্রা সুন্দরম'-এর। পরিচালক শিব রাম শর্মার হাত ধরে পর্দায় আসতে চলেছে নারী-পুরুষ নির্বিশেষে এক দৈনন্দিন সমস্যার গল্প। রাস্তাঘাটে পর্যাপ্ত শৌচাগার না থাকার ফলে সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই বিষয়কেই এবার পর্দায় তুলে আনছেন শিব রাম শর্মা। 




 


ছবির বিষয়


ছবিটি মূলত আবর্তিত হবে এক মহিলা স্কলারকে নিয়ে। স্কলার হলেও তাঁর শরীর সবসময় তাঁকে আনন্দ দেয় না। কিডনির অসুখে (Kidney Problem) ভোগেন তিনি। ফলে নিজের প্রস্রাবের ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। চাইলেও চাপতে পারেন না। শুনতে কেমন যেন লাগলেও, এটা সত্যিই বড় একটা সমস্যা আমাদের সমাজে। স্বাধীনতার এত বছর পরেও আমাদের সব জায়গায় সব প্রয়োজনীয় জিনিস থাকে না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনও শৌচালয় থাকে না। বা থাকলেও বেশিরভাগ সময়েই সেটা ব্যবহারের যোগ্য থাকে না।


পার্নো-সোমরাজ জুটি


ছবিতে 'সুনেত্রা' চরিত্রে অভিনয় করবেন পার্নো মিত্র (Parno Mittra)। ছবিতে তিনিই কিডনি সমস্যায় জর্জরিত। প্রস্রাবের সমস্যার সম্মুখীন হতে হতে সুনেত্রা সিদ্ধান্ত নেয় যে মানুষের মধ্যে সে সচেতনতা গড়ে তুলবে। এই বিষয়ে নিজের কণ্ঠ জোরালো করে সে। পার্নো মিত্রের বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। অর্থাৎ এই ছবির হাত ধরে টলিউড নতুন জুটি পাবে। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীলেখা মিত্র, খানোম নাদিয়া, ফরজানা চুমকিকে। আজ থেকে শুরু হল এই ছবির শ্যুটিং। আজ প্রকাশ্যে এসেছে সুনেত্রা হিসেবে পার্নোর প্রথম লুকও।  ছাপা সালোয়ার-কামিজ, ওড়নায় সেজে ওঠা সুনেত্রা যেন সাধারণ নারীর প্রতিনিধি। কানে বড় ঝুমকো রিং। খোলা চুল, কাঁধে ব্যাগ তাঁর। পার্নোকে এই ছবিতে অন্যরকম চরিত্রে দেখা যাবে। তাঁর পোশাক থেকে শুরু করে মুখের অভিব্যক্তি, সবকিছুই যেন কোনও সাধারণ মেয়ের সমস্যার গল্প বলে।