কলকাতা: সামনেই তাঁর ছবি মুক্তি। আর তার আগেই, একটি ছোট্ট সফরে গিয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। সেই ছবি অভ্যাসবশত সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে নিয়েছিলেন তিনি। কিন্তু সেই ছবি ভাল চোখে দেখলেন না নেটিজেনদের একাংশ। অভিনেত্রীর দিকে ধেয়ে এল কটাক্ষ।


পার্নো সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারের কোনও এক রিসর্টে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর পরণে স্নানপোশাক, ওপরে একটা ঢিলেঢালা, লম্বা শার্ট। সোশ্যাল মিডিয়ায় এই পোশাকে একাধিক ছবি শেয়ার পার্নো। অপর একটি ছবিতে পার্নো স্নান করছেন একটি স্যুইমিং পুলে। কোথাও আবার দেখা গেল, নায়িকা মজেছেন নতুন নতুন খাবারে। 


তবে পার্নোর এই সব ছবিতে একের পর এক নেতিবাচক মন্তব্য এসেছে। অনেকে কটাক্ষ করেছেন তাঁর ওজন বৃদ্ধিকে, অনেকে আবার লিখেছেন, 'সফরের এত খরচ যোগাচ্ছে কে?' তবে সেইদিকে নজর দেওয়ার সময় নেই অভিনেত্রীর। সফরের একের পর এক ছবি, রিলস তিনি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেতিবাচক মন্তব্য থাকলেও, ইতিবাচক মন্তব্যের সংখ্যাও কম নয়।


অন্যদিকে, সামনেই মুক্তি পাবে পার্নোর নতুন ছবি, ‘বনবিবি’। সুন্দরবনের বাসিন্দাদের রোজের জীবিকা ও তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঝুঁকির প্রসঙ্গ উঠে আসবে এই ছবির গল্পে,  তা ঝলকে ইতিমধ্যেই স্পষ্ট। মধু সংগ্রহ বা মাছ। সুন্দরবনের জীবিকা মধ্যে এই দুইই প্রধান। কিন্তু এই দুই জীবিকার মানুষদেরই পদে পদে ছড়িয়ে রয়েছে বিপদ। এই অঞ্চলের মানুষের কাছে পুজিত হন নারীশক্তি, 'বনবিবি'। বাসিন্দারা বিশ্বাস করেন যে এই দেবীকে পুজো করে তুষ্ট রাখতে পারলে তিনি জেলে ও মৌয়ালদের সুরক্ষিত রাখেন। হিন্দু ও মুসলিম, দুই ধর্মের মানুষের কাছেই পুজিত হন বনবিবি। সেই প্রচলিত লোককথাকেই সিনেমার পর্দায় তুলে আনছেন পরিচালক রাজদীপ ঘোষ। ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar)।


 






আরও পড়ুন: Durnibar-Mohor: কোলে এল পুত্রসন্তান, দুর্নিবার-মোহরের জীবনের নতুন ইনিংস..


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।