Smartphones: ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন (Smartphones)। এই তালিকায় কোন সংস্থার কোন ফোন রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক। 


নাথিং ফোন (২এ)


নাথিং সংস্থা তাদের তৃতীয় ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে নাথিং ফোন (২এ)। কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হতে পারে। নাথিং ফোন (২এ) ফোনের বেস ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। ভারতে এই ফোনের দাম হতে পারে আনুমানিক ৩৭ হাজার টাকার আশপাশে হতে পারে। এই ফোনে একটি OLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। নাথিং ফোন (২এ) মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়ারের সাপোর্টে পরিচালিত হতে পারে নাথিং ফোন (২এ) মডেল। নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২- এর মতোই নাথিং ফোন (২এ) মডেলেও ব্যাক প্যানেলে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ডিজাইন থাকার কথা রয়েছে। এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি সেনসর থাকার কথা রয়েছে।


আইকিউওও নিও ৯ প্রো


আগামী ২২ ফেব্রুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। অ্যামাজন ইন্ডিয়ার সাইট থেকে এই ফোন কেনা যাবে। এই মডেলে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চ হতে পারে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। আইকিউওও নিও ৯ প্রো ফোনে ৫১৫০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে। 


Honor X9B 5G


আগামী ১৫ ফেব্রুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ বেসড MagicOS 7.2- এর সাপোর্টে এই ফোন পরিচালিত হতে পারে। 


শাওমি ১৪ আলট্রা


ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ আলট্রা ফোন। Leica ব্র্যান্ডের ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। 


ওপ্পো এফ২৫ ৫জি


ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হতে পারে। তবে কবে ওপ্পো সংস্থার এই ফোন লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। ওপ্পো এফ২৫ ফোন আসলে ওপ্পো রেনো ১১এফ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে পারে। ওপ্পো এফ সিরিজের এই ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন। 


আরও পড়ুন- ভারতে আসছে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস, টাচ কন্ট্রোলেই হবে বাজিমাত