পাল্টা মামলা খারিজ, পরভিন ববির সম্পত্তির ৮০ ভাগই খরচ হবে দুঃস্থ মহিলা-শিশু কল্যাণে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2016 04:01 PM (IST)
মুম্বই: অভিনেত্রী পরভিন ববির মৃত্যুর ১১ বছর পর বম্বে হাইকোর্ট তাঁর উইলের বৈধতা স্বীকার করল। তাঁর ইচ্ছে ছিল, তাঁর সম্পত্তির ৮০ শতাংশ অর্থই দুঃস্থ শিশু ও মহিলাদের উন্নয়নের কাজে লাগুক। সেই ইচ্ছেকেই কার্যত শিলমোহর দিল আদালত। প্রসঙ্গত ২০০৫ সালে এই উইলটি আদালতে পেশ করেন অভিনেত্রীর মামা। এরপরই উইলটি জাল বলে পরভিনের বাবার পরিবার থেকে একটি পাল্টা মামলা দায়ের করা হয়। গত সপ্তাহে উইলের ওপর থেকে নিজেদের দাবি তুলে নেয় অভিনেত্রীর বাবার পরিবার। এই আইনি লড়াই শেষ হওয়ার ফলে পরভিনের সমুদ্রের মুখোমুখি জুহুর একটি চার কামরার ফ্ল্যাট, জুনাগড়ে একটি হাভেলি, প্রচুর পরিমাণের গয়না, কুড়ি লক্ষ টাকা এবং আরও কিছু বিনিয়োগপত্র। পরভিন ববির সমস্ত সম্পত্তির দেখাশোনা করতেন অভিনেত্রীর ৮২ বছর বয়সি কাকা মুরাধখান ববি। তাঁকেই অভিনেত্রী সম্পত্তির ২০ শতাংশ দিয়ে গেছেন। এছাড়া পরিবারের অন্য কোনও সদস্যকেই সম্পত্তির ভাগ দিয়ে যাননি পরভিন। সম্পত্তির দশ শতাংশ যাবে আমদাবাদের সেন্ট জেভিয়ার্স কলেজের ট্রাস্টে। এখানেই অভিনেত্রী মডেলিং শুরুর আগে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর পাশ করেছিলেন। ৭০ থেকে ৮০-র দশক মাতিয়ে রেখেছিলেন পরভিন। ২০০৫ সালের ২২ জানুয়ারি, জুহুর রিভেরাতে ২,৩০০ স্কোয়্যার ফিটের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর তিনদিন বাদে পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে অভিনেত্রীর দেহ উদ্ধার করে।