মুম্বই: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'পাঠান' (Pathaan)। বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনার শেষ নেই। ছবির ঘোষণার পর থেকেই অধীর আগ্রহে ছবি মুক্তির জন্য অপেক্ষা করছেন তাঁরা। আর ক্রমশ সেই দিন এগিয়ে আসতে চলেছে। ইতিমধ্য়েই জানা গিয়েছে, কবে থেকে অগ্রিম বুকিং শুরু হয়ে যাবে এই ছবির।
'পাঠান'-এর অগ্রিম বুকিং-
দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। স্বাভাবিকভাবেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। তাঁরাও অভিনেতার ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার অপেক্ষায় রয়েছেন। প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত হয় দেখার অপেক্ষায় বহু মানুষ। ট্রেড অ্যানালিস্টরা আশা করছেন যে, প্রথমদিন ব্যাপক মাত্রায় ব্যবসা করতে পারে এই ছবি। সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ২৫ জানুয়ারি ছবি মুক্তি হলেও এই ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে যাবে আগামী ২০ জানুয়ারি থেকে। এই ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা এক ব্যক্তি বলছেন, ''পাঠান' ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে যাবে ২০ জানুয়ারি থেকে। সাধারণ টুডি ভার্সন ছাড়াও এই ছবি আরও অেকগুলি ভার্সনে দেখা যাবে। স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি নিয়ে আসতে চলেছে যশরাজ ফিল্মস।'
আরও পড়ুন - Harnaaz Sandhu: Ramp-এ ঘটে যাচ্ছিল অঘটন! শরীর নিয়ে কটাক্ষের শিকার হরনাজ সান্ধু
তিনি আরও জানাচ্ছেন যে,শাহরুখ খানের এই ছবিকে ঘিরে আশায় রয়েছে যশরাজ ফিল্মস। প্রসঙ্গত, এই নিয়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে চতুর্থ ছবিতে দেখা যেতে চলেছে কিং খানকে। এর আগে তাঁরা 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার'-এ জুটি বাঁধেন।