মুম্বই: বক্স অফিসে 'পাঠান' (Pathaan) ঝড় চলছে। মুক্তি পাওয়ার পর থেকে কার্যত সুনামি চালাচ্ছে এই ছবি। শাহরুখ খানের (Shah Rukh Khan) অনুরাগীদের দীর্ঘ চার বছরের অপেক্ষার প্রভাব পড়েছে বক্স অফিস কালেকশনে। আর তাই মাত্র ৭ দিনেই ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেল 'পাঠান' (Pathaan Box Office Collection)। শুধু তাই নয়, 'পাঠান'ই প্রথম হিন্দি ছবি যা মাত্র ৭ দিনে ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে।


'পাঠান' বক্স অফিস কালেকশন-


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি পোস্ট করেছেন। একটিতে তিনি তথ্য দিয়ে জানিয়েছেন যে, কোন হিন্দি ছবি কত দিনের মাথায় গিয়ে ৩০০ কোটির ক্লাবে পৌঁছেছে। এই তালিকাতে মাত্র ৭ দিনেই পৌঁছে গিয়েছে 'পাঠান'। দ্বিতীয় স্থানে রয়েছে 'বাহুবলী ২ হিন্দি ভার্সন'। তৃতীয় স্থানে রয়েছে 'কেজিএফ ২ হিন্দি ভার্সন'। চতুর্থ স্থানে আমির খানের 'দঙ্গল'। পঞ্চম স্থানে 'সঞ্জু'। ষষ্ঠ স্থানে রয়েছে 'টাইগার জিন্দা হ্যায়'।  সপ্তাম স্থানে রয়েছে 'পিকে'। অষ্টম স্থানে রয়েছে 'ওয়ার'। নবম স্থানে রয়েছে 'বজরঙ্গী ভাইজান'। দশম স্থানে রয়েছে 'সুলতান'। 'পাঠান' যেখানে ৭ দিনেই ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। সেখানে নিকটতম স্থানে রয়েছে 'বাহুবলী ২ হিন্দি ভার্সন'। এই ছবি ১০ দিনে ৩০০ কোটির ক্লাবে পৌঁছেছে।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Shamita Shetty: আমিরের সঙ্গে প্রেম করছেন? মুখ খুললেন শমিতা শেট্টি


অন্য আর একটি পোস্টে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৬ দিনে 'পাঠান'-এর বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, ৬ দিনে শাহরুখ খানের ছবি ব্যবসা করল ২৯৬.৫০ কোটি টাকার। শনিবার ও রবিবার এই ছবি ব্যবসা করেছে যথাক্রমে ৫১.৫০ কোটি এবং ৫৮.৫০ কোটি টাকার। সোমবার ব্যবসা কিছুটা কমেছে। তাতেও সোমবার এই ছবি ব্যবসা করেছে ২৫.৫০ কোটি টাকার।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">