মুম্বই: গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan)। আর মুক্তি পেতেই বক্স অফিসে যেন ঝড় তুলেছে এই ছবি। দর্শকরা উত্তেজিত ছিলেন ছবিটিকে ঘিরে, তা বোঝাই যাচ্ছিল। আর তার প্রভাব পড়ল বক্স অফিস কালেকশনে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি ব্যবসায়ীক দিক থেকে শুরুতেই সাফল্য পেল। মাত্র ৪ দিনেই টপকে গেল 'কেজিএফ ২', 'বাহুবলী ২'কে।


'পাঠান' বক্স অফিস কালেকশন-


বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে 'পাঠান'। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজোর মতো দিনগুলিকে কাজে লাগিয়েছে এই ছবি। তাই ব্যবসাও হচ্ছে ব্যাপকভাবে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, শনিবার এই ছবি ব্যবসা করেছে ৫২ কোটি টাকার মতো। আর তাতেই ইতিমধ্যেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। ৪ দিনে এখনও পর্যন্ত মোট ২১২ কোটি টাকার মতো ব্যবসা ভারতে করেছে 'পাঠান'। জানা যাচ্ছে এমনটাই। শুধু তাই নয়, সবথেকে দ্রুত ২০০ কোটির ক্লাবে পৌঁছনো হিন্দি ছবির তালিকায় 'কেজিএফ ২', 'বাহুবলী ২'কে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে গিয়েছে 'পাঠান'। 


[tw]





[/tw]


আরও পড়ুন - Shah Rukh Khan: 'মনে হচ্ছে এবার গ্রামে ফিরে যাই'


প্রসঙ্গত, সম্প্রতি নেট দুনিয়ায় শাহরুখ খানকে উদ্দেশ্য করে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন যে, 'পাঠান-এর এই রেকর্ড ভাঙা বক্স অফিস কালেকশন দেখার পর আপনার কেমন লাগছে শাহরুখ খান?' অনুরাগীর এই প্রশ্নের জবাবে শাহরুক খান বলেন, 'হাঃ হাঃ, মনে হচ্ছে গ্রামে ফিরে যাই।' দর্শকদের প্রতিক্রিয়া কেমন জানতে চাওয়ায় অভিনেতা বলেন, 'নাচো, গাও, হাসো, কে জানে কাল কী হবে। কিন্তু যাই করো না কেন, একটু ভালোবাসার সঙ্গে করো। 'পাঠান' নিয়ে তোমরা যতটা উত্তেজিত, তা প্রকাশ করো কিন্তু খেয়াল রেখো তাতে কারও যেন কোনও অনুবিধা না হয়।' এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন যে, 'স্যর 'পাঠান'-এর বক্স অফিস কালেকশন দেখে কী অনুভূতি হচ্ছে?' শাহরুখ বলেন, 'ভাই নম্বর তো ফোনের হয়। আমরা তো খুশি গুনি।'