নয়াদিল্লি: গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি (Gujarat Minister of State for Home Harsh Sanghavi) বুধবার নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন যে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান' (Pathaan) যে সমস্ত মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
গুজরাতে সুরক্ষিত 'পাঠান'
প্রায় বছর চারেকের বিরতির পর ফের বড়পর্দায় ফিরতে চলেছেন 'পাঠান' শাহরুখ খান। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তাঁর ২০২৩ সালের প্রথম ছবি। এই ছবির জন্য যেমন অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা তেমনই তৈরি হয়েছে বিতর্কও। সমাজের কিছু নির্দিষ্ট মানুষ এই ছবি 'বয়কট' করতে উদ্যত। গুজরাতের একাধিক মাল্টিপ্লেক্স ও সিনেমা হল কর্তৃপক্ষকে এই ছবি না দেখানোর জন্য চিঠি পাঠানো হয়েছে 'বিশ্ব হিন্দু পরিষদ' ও 'বজরং দল'-এর পক্ষ থেকে। এই ছবির 'বেশরম রং' গানে দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ দেখা গিয়েছে একাধিক জায়গায়। গুজরাতের বেশ কিছু সিনেমা হলেও হয়েছে ভাঙচুর, সম্পত্তি নষ্ট।
এই আবহে গুজরাতের 'মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন' রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই পাটিল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভিকে চিঠি পাঠান নিরাপত্তা চেয়ে। 'পাঠান' মুক্তির সময়ে প্রেক্ষাগৃহে নিরাপত্তার ব্যবস্থা চেয়ে চিঠি পাঠান তাঁরা। সূত্রের খবর, সেই ডাকে সাড়া দিয়েছে গুজরাত সরকার। প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে 'পাঠান' মুক্তির জন্য পুলিশি নিরাপত্তার আশ্বাস দিয়েছে সরকার।
গুজরাতের 'সিনেমা ওনার অ্যাসোসিয়েশন'-এর সেক্রেটারি বন্দন শাহ বলেন, 'সরকারি আধিকারিকদের সঙ্গে খুব ভালই মিটিং হল। ২৫ জানুয়ারি পাঠানের মসৃণ মুক্তি নিশ্চিত করতে প্রয়োজনে সিনেমা হলগুলিতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।' শোনা যাচ্ছে, রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তরফে প্রত্যেক পুলিশ স্টেশন ও রাজ্য কমিশনারের কাছে চিঠি দিয়ে নিরাপত্তা প্রদানের কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, গুজরাতের 'বিশ্ব হিন্দু পরিষদ'-এর মুখপাত্র এর আগে বলেছিলেন, 'গুজরাতে পাঠান প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। ছবির মুক্তির বিরুদ্ধে আহমেদাবাদের প্রতিবাদ থেকে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহ মালিকদের সজাগ হয়ে যাওয়া উচিত। তাঁদের নিজেদের মাল্টিপ্লেক্স বা থিয়েটারে এই ছবি মুক্তি থেকে বিরত থাকা উচিত।' এরই প্রেক্ষিতে সরকারি সাহায্যের দ্বারস্থ হন হল কর্তৃপক্ষ। রাজ্যের সিনেমা অ্যাসোসিয়েশন সরকারকে চিঠি লেখে। তাতে উল্লেখ করা হয়, 'অনেক গোষ্ঠী রয়েছে যারা তাদের নিজস্ব বোঝাপড়া এবং অ্যাজেন্ডার ভিত্তিতে সিনেমা প্রদর্শনকারীদের লক্ষ্যবস্তু করে সেরকম কোনও ছবি মুক্তি পেলে বেআইনিভাবে সিনেমা প্রদর্শনকারীদের সম্পত্তি, কর্মীদের এবং দর্শকদের নিরাপত্তা ও নিরাপত্তার ক্ষেত্রে ভয়ানক পরিণতির হুমকি দিচ্ছে। সুতরাং, আমরা আমাদের সম্পত্তি এবং ব্যবসায়িক স্বার্থ রক্ষার বিষয়ে আপনার পক্ষ থেকে সব ধরণের সহায়তার জন্য অনুরোধ করছি।'
২০১০ সালে মুক্তি পায় শাহরুখ খানের অত্যন্ত সফল ছবি 'মাই নেম ইজ খান'। সেই সময় মুম্বইয়েই এই ছবি পুলিশি নিরাপত্তার মাঝে মুক্তি পেয়েছিল। কারণ সেই সময়ে মহারাষ্ট্রের একাধিক সংস্থা থেকে হুমকি পেয়েছিল ওই ছবি। ২০২৩ সালে 'পাঠান' মুক্তির ক্ষেত্রে যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হচ্ছে। তবে মুম্বইয়ের বদলে এবারের স্থান, গুজরাত।