মুম্বই: তিনি হামেশাই থাকেন খবরের শিরোনামে। পোশাক নির্বাচন থেকে শুরু করে পোশাক হিসেবে বিভিন্ন জিনিসের ব্যবহার, এমনকি তাঁর মন্তব্যও তৈরি করে বিতর্ক। আর এবার ধর্মীয় গুরু সদ্গুরু বাসুদেবকে নিয়েও নিজের মত প্রকাশ করলেন উরফি জাভেদ (Urfi Javed)।
আজ নিজের ইনস্টাগ্রাম থেকে সদগুরুর একটি ভিডিও পোস্ট করেছেন উরফি। সেখানে কড়া বিবৃতি জারি করে উরফি লিখেছেন, যাঁরা যাঁরা সদ্গুরু বাসুদেবকে মেনে চলেন, তাঁরা যেন উরফিকে ফলো না করেন। তিনি আরও লিখেছেন, ওঁর মতে এলজিবিটিকিউ আসলে একটি প্রচার অভিযান! এই এলজিবিটিকিউ-এর জন্যই মানুষ নিজের মত প্রকাশ করেতে পারছে। এলজিবিটি সংগঠন এত ক্ষুদ্র নয়, আপনার মস্তিষ্ক যতটা।'
আরও পড়ুন: Divita Rai: মিস ইউনিভার্স খেতাবের লড়বেন ভারতীয় কন্যা, কে এই দিভিতা রাই?
এরপরে আরও একটি পোস্ট করে উরফি লেখেন, 'এই ধরনের অপপ্রচারকে কখোনোই উৎসাহ দেওয়া উচিত নয়। এলজিবিটিকিউ সম্প্রদায়ের সমর্থন আমাদের ভীষণ প্রয়োজন। বহু শতাব্দী ধরে মানুষ তাদের যৌন ইচ্ছা অনিচ্ছাকে আড়াল করতে বাধ্য হয়েছিল। সমপ্রেম আড়াল করতে অন্য মানুষ হয়ে ওঠার চেষ্টা করতে হয়েছিল অনেককেই। কিন্তু আর নয়। আমাদের উচিত ওঁদের পাশে থাকা। নিজেকে লুকিয়ে রাখতে হবে কেন? বরং পাশে থেকে বোঝান, নিজের যৌন ইচ্ছা অনিচ্ছা প্রচারে কোনও ভুল নেই। যাকে খুশি ভালবাসায় অপরাধ নেই।' ইনস্টাগ্রামে নিজের এই মতামত শেয়ার করে নিয়েছেন তিনি।