মুম্বই: 'পাঠান' (Pathaan) আর বিতর্ক যেন কার্যত মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়া থেকে গান, পোস্টার পুড়িয়ে দেওয়া, 'পাঠান'-এর মুক্তির পরে একের পর এক ঘটনা ঘটছে। এবার বিহারের একটি প্রেক্ষাগৃহের বাইরে পোড়ানো হল শাহরুখ খান (Shah Rukh Khan)-এর নতুন ছবির পোস্টার।
এএনআই সূত্রে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। বিহারের ভাগলপুরে, একটি প্রেক্ষাগৃহের সামনে আগুন লাগিয়ে দেওয়া হল 'পাঠান'-এর পোস্টারে। সূত্রের খবর, হিন্দু সংস্থার তরফ থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ছবির পোস্টারে। আজ মুক্তি পেয়েছে 'পাঠান'। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abhaham) অভিনীত ছবি মুক্তি পেয়েছে আজই।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি।
ছবির অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায়। তারই মাঝে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'সিঙ্গল স্ক্রিনগুলিকে পুনরুজ্জীবিত করছে পাঠান... রেকর্ড ভাঙা অ্যাডভান্স বুকিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতজুড়ে অন্তত ২৫টি সিঙ্গল স্ক্রিন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ফের খুলবে 'পাঠান'-এর সঙ্গে এই সপ্তাহে।'