মুম্বই: বিতর্ক যেন পিছু ছাড়ছেই না 'পাঠান'-এর (Pathaan) গান 'বেশরম রং'-এর (Besharam Rang)। প্রথম এই গানের দৃশ্যে ব্য়বহৃহ পোশাক এবং গানের কথাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়। যা নিয়ে ময়দানে নেমে পড়ে পড়েন একাধিক রাজনৈতিক নেতারা। সেন্সার বোর্ডের পক্ষ থেকেও গানের দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দেওয়া হয়। আর এবার ফের নতুন বিতর্ক দেখা গেল 'বেশরম রং'কে কেন্দ্র করে। আর এবার সরাসরি অভিযোগ উঠল গানের সুর চুরি করার। পাকিস্তানি এক গায়ক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের গাওয়া গান পোস্ট করে দাবি করেছেন যে, তাঁর গানের সুর চুরি করে তৈরি হয়েছে 'বেশরম রং'।


'বেশরম রং'কে ঘিরে ফের নতুন বিতর্ক-


সম্প্রতি পাক গায়ক সাজ্জাদ আলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে ইঙ্গিতপূর্ণ কিছু লেখাও লিখেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'একটা নতুন ছবির গান শোনার পর আমার মনে পড়ে গেল ২৬ বছর আগে আমি একটা গান তৈরি করেছিলাম। ২৬ বছর আগে যা মুক্তি পায়। 'অব কে হম বিছরে' উপভোগ করুন।' ভিডিওর শুরুতেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'আমি ইউটিউবে নতুন ছবির কিছু গান শুনছিলাম। তখন একটা গান শুনলাম। যা শুনে ২৫-২৬ বছর আগে মুক্তি পাওয়া আমারই একটি গান মনে পড়ে গেল। আপনাদের শোনাচ্ছি সেই গানটি।' এরপরই তিনি নিজের গান 'অব কে হম বিছরে' গাইতে শুরু করেন। নেটিজেনরা সেই গানের সঙ্গে হালে মুক্তি পাওয়া 'বেশরম রং' গানের মিল খুঁজে পেয়েছেন। কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'এই গানটা তো 'পাঠান' ছবির 'বেশরম রং' গানের সঙ্গে হুবহু মিল রয়েছে।' আবার কেউ লিখেছেন, 'বেশরম রং' সাজ্জাদ আলির তৈরি করা গানের সুর চুরি করে করা। কেউ আবার কমেন্ট করেছেন যে, 'বলিউডের বেশিরভাগ গানই কোথাও না কোথাও থেকে চুরি করা। জাপানি থেকে পাকিস্তানি গান থেকে তৈরি হয় গানগুলো।' যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি নির্মাতাদের।



আরও পড়ুন - Salman Khan: সলমনের সঙ্গে দেখা করতে সাইকেলে ১১০০ কিমি পাড়ি অনুরাগীর! পাল্টা কী করলেন ভাইজান?