Pathaan: পর্দায় ঝড় তুলতে আসছে 'বেশরম রং', গান মুক্তির আগেই নেট দুনিয়ায় আগুন ঝরাচ্ছেন দীপিকা

Pathaan Song: সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় যে, এই ছবির প্রথম গান মুক্তি পাবে কবে।

Continues below advertisement

মুম্বই: 'পাঠান' (Pathaan) ছবি দিয়ে দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম (John Abraham)। ইতিমধ্যেই এই ছবির বেশ কয়েকটি পোস্টার সামনে এসেছে। সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় যে, এই ছবির প্রথম গান মুক্তি পাবে কবে। আর তার আগেই নির্মাতারা পোস্ট করলেন নতুন পোস্টার। নয়া লুকে নেট দুনিয়ায় আগুন ঝরাচ্ছেন দীপিকা পাড়ুকোন।

Continues below advertisement

কবে মুক্তি পাবে 'পাঠান' ছবির প্রথম গান?

এদিন প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি পোস্ট করা হয়েছে। ছবিতে দীপিকা পাড়ুকোনকে দেখা যাচ্ছে স্যুইম স্যুটে। স্বাভাবিকভাবেই নয়া লুকে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন দীপিকা। ছবি পোস্ট করে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, 'পাঠান' ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang) মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর। প্রথম গান প্রসঙ্গ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, 'এটা সত্যি যে সোমবার আমাদের ছবির প্রথম গান মুক্তি পাবে। গানের নাম 'বেশরম রং'। বলিউডের দুজন মহাতারকা শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন।'

" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">

আরও পড়ুন - Nabanita Das: 'রাস্তায় ডেথ করে দেব'! মৃত্যু হুমকির গোটা ঘটনা সামনে আনলেন নবনীতা দাস

[tw]

[/tw]

Continues below advertisement
Sponsored Links by Taboola