নয়াদিল্লি: এগিয়ে আসছে 'পাঠান'-এর মুক্তির তারিখ (Pathaan Release Date)। দীর্ঘ সময় পর ফের বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। আর দিন যত এগিয়ে আসছে ততই অনুরাগীদের গেঁথে রাখার চেষ্টায় নির্মাতারা। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার আগে ফের নতুন পোস্টার (new poster) দেখা গেল। সোমবার প্রকাশ্যে এল ক্যারেক্টার পোস্টার। ঘোষণা করা হল ট্রেলার প্রকাশের তারিখ।
'পাঠান' ছবির নয়া পোস্টার প্রকাশ্যে
'পাঠান'-এর ট্রেলার দেখার অপেক্ষায় অনুরাগীরা। অবশেষে জানানো হল কবে মুক্তি পাবে ট্রেলার। আগামীকাল অর্থাৎ ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'পাঠান'-এর সেই বহু প্রতীক্ষিত ট্রেলার (Pathaan Trailer)।
এদিন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের নতুন পোস্টার প্রকাশ করা হয়। শাহরুখ খান ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'পাঠান ট্রেলার আসবে ১০ জানুয়ারি সকাল ১১টায়।' ক্যাপশনে অভিনেতা লেখেন, 'অপেক্ষা করার জন্য ধন্যবাদ... এবার পাঠানের মজলিশে এসে পড়...'। ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায় মুক্তি পাবে ছবিটি।
জন আব্রাহামের ছবি পোস্ট করে শাহরুখ খান লেখেন, 'ময়দানে দেখা হবে... মজা হবে।' দীপিকা পাড়ুকোনের ছবিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'উনিও এক মিশনে বেরিয়েছেন! আরও জানুন পাঠান ট্রেলারে।' সেই সঙ্গে শাহরুখের নিজেরও একটি পোস্টার এসেছে প্রকাশ্যে। ক্যাপশনে লেখা, 'মিশন শুরু হল বলে... আসছে পাঠান ট্রেলার আগামীকাল সকাল ১১টায়।'
আরও পড়ুন: Ranbir-Alia: ব্যস্ততা সরিয়ে ম্যাচ দেখতে হাজির রণালিয়া, গলা ফাটালেন মুম্বইয়ের হয়ে
প্রসঙ্গত, দিন চারেক আগে দীপিকা পাড়ুকোনের জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানান শাহরুখ একেবারে 'পাঠান' স্টাইলে। পোস্ট করেন একটি নতুন পোস্টার।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে দেখা যাবে। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। মাস খানেক আগে প্রকাশিত ছবির প্রথম গান 'বেশরম রং' ইতিমধ্যেই একাধিক বিতর্কের সৃষ্টি করেছে। তৈরি করেছে রাজনৈতিক তরজাও। তবে এই সবকিছুর মধ্যেও ‘পাঠান’ নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাসের কোনও খামতি নেই। সকল শাহরুখ অনুরাগী বহু দিন পর প্রিয় তারকাকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে।