করুণাময় সিংহ, মালদা: বন্দে ভারতে (Vande Bharat) ফের হামলার অভিযোগ। হাওড়া (Howrah) থেকে এনজেপিগামী (NJP) ট্রেনে 'পাথরবৃষ্টি'। সি -৫ কামরায় পাথরবৃষ্টির অভিযোগ। সকাল ৬.৪০ নাগাদ পাথরবৃষ্টির খবর। পাথরবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জানলার কাচ। চন্দনপুর ও বর্ধমান স্টেশনের মধ্যে পাথরবৃষ্টির খবর। বারবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর-হামলায় আতঙ্কিত যাত্রীরা। যদিও রেলের তরফে সরকারিভাবে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি। 


এর আগে গতকাল বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথর-হামলা হয়। মাঙ্গুরজানের পর বারসই, বিহারে ফের বন্দে ভারতে পাথর-হামলা হয়। বারসই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনে পাথর, দাবি যাত্রীদের। বন্দে ভারত এক্সপ্রেসের সি ১১ কামরায় পাথর-হামলার অভিযোগ ওঠে গতকাল। ২ জানুয়ারি প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয়।                                                                         


এর আগে মালদার কুমারগঞ্জ ট্রেন চালুর দ্বিতীয় দিনেই পাথর ছোড়া হয়। তার পরের দিনই  বিহারের মাঙ্গুরজানে বন্দে ভারতের ওপর পাথর হামলা হয়। আর এবার বিহারের বারসইয়েও উঠল পাথর হামলার অভিযোগ। বারবার পাথর হামলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন  যাত্রীরা। যদিও বন্দে ভারতে পাথর ছোড়া নিয়ে রেলের তরফে কোনও কিছু জানানো হয়নি, বিবৃতিও জারি করা হয়নি।


আরও পড়ুন, 'ক্ষুদ্র শিল্পে দেশে ১ নম্বরে বাংলা', জি-২০ সম্মেলনের সূচনা করে জানালেন মমতা


প্রথমবার বন্দে ভারতের উপর আক্রমণ নিয়ে সুর চড়িয়েছিল বিজেপি। জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বদলা বন্দে ভারতে নেওয়া হচ্ছে না তো? সাধারণ মানুষ ট্রেনটিকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় কষ্ট পাচ্ছেন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু জনতাকে এগোতে দিচ্ছেন না। বন্দে ভারত এক্সপ্রেসের ওপর দ্বিতীয় হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।


বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা নিয়ে বাড়ছে তরজা। এই কাজ, কারা করেছে, এখনও সেই প্রশ্নের উত্তর মেলেনি। ধরা পড়েনি কেউই। বন্দে ভারতের ওপর হামলা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সমানতালে চলছে রাজনৈতিক চাপানউতোরও। এছাড়াও এদিনের ঘটনায় এই ট্রেনে যাত্রা করা সাধারণ যাত্রীরা জানিয়েছেন, যারা এই কাজ করছেন তাঁরা অন্যায় করছেন। কঠোর শাস্তি হচ্ছে না বলেই এমন ঘটনা ঘটছে বার বার।