মুম্বই: আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan)। দর্শকদের উত্তেজনা টের পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। যদিও ছবির ঘোষণার পরই নেট দুনিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। আর ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছে, তত তাঁরা আরও বেশি উত্তেজনা প্রকাশ করছেন। বক্স অফিস কালেকশনে 'পাঠান' যে ঝড় তুলতে চলেছে, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছে। সম্প্রতি সামনে এসেছে বৃহস্পতিবার পর্যন্ত এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা। তা দেখেই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কতটা হতে পারে, তা খানিকটা আন্দাজ করতে পারছেন ট্রেড অ্যানালিস্টরা।



'পাঠান' ছবির অগ্রিম টিকিট বুকিং-


সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'পাঠান'-এর অগ্রিম টিকিট বুকিং (Pathaan Advance Ticket Booking) নিয়ে একটি পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, শুক্রবার থেকে পুরোদমে শুরু হবে এই ছবির অগ্রিম টিকিট বুকিং। তবে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে শুরু হয়ে গিয়েছে এই ছবির অগ্রিম টিকিট বুকিং। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত ১ লক্ষ ১৭ হাজার টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। এর ফলে বোঝাই যাচ্ছে, প্রথমদিন বক্স অফিসে কতটা ঝড় তুলতে চলেছে কিং খানের ছবি।



আরও পড়ুন - Srabanti Chatterjee: সাম্প্রতিক ছবিতে নেটিজেনদের ঘায়েল করছেন শ্রাবন্তী


প্রসঙ্গত, শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। সেই ছবি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। ছবি ব্যর্থ হওয়ার পর দীর্ঘ বিরতি নেন কিং খান। চার বছরের বিরতি কাটিয়ে 'পাঠান' ছবি দিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। এই ছবিতে মুখ্য চরিত্রে শাহরুখ ছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামকে (John Abraham)।