নয়াদিল্লি: জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'বড়ে অচ্ছে লগতে হ্যয়া ২'-এ এখন বিয়ের মরশুম। আর সেখানে কাদের পারফরম্যান্স দেখতে পাওয়া যাবে জানেন? 'ইন্ডিয়ান আইডল ১২' বিজয়ী পবনদীপ রাজন এবং দ্বিতীয় স্থানাধিকারী অরুণিতা কাঞ্জিলাল গান গাইবেন এই ধারাবাহিকে।
'বড়ে অচ্ছে লগতে হ্যায় ২' ধারাবাহিকের দুই প্রধান চরিত্র রাম ও প্রিয়া। তাঁদের সম্পর্কের নানা ওঠাপড়া, সমস্যা ইত্যাদি নিয়ে ধারাবাহিকের গল্প। রামের চরিত্রে নকূল মেহতা ও প্রিয়ার চরিত্রে অভিনয় করেন দিশা পরমার। প্রথম থেকেই এই শোয়ের জনপ্রিয়তা তুঙ্গে। এবার ধারাবাহিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাম ও প্রিয়া। তাঁদের 'সঙ্গীত' অনুষ্ঠানেই হাজির হবেন 'ইন্ডিয়ান আইডল ১২' খ্যাত পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল।
এই ব্যাপারে পবনদীপ রাজন বলেন, 'যখন আমরা সেটে পৌঁছই, মনে হচ্ছিল যেন ওঁরা আমাদের বহুদিনে পরিচিত। কলাকুশলীদের প্রত্যেকে আমাদের সাদরে গ্রহণ করেন। বিশেষত নকূল ও দিশা। ওঁদের উৎসবে সামিল থাকতে পেরে আমি খুব খুশি। অনস্ক্রিনে বেশ কিছু 'ম্যাজিকাল মুহূর্ত' দেখতে পাবেন আপনারা।'
অর্থাৎ দর্শকদের জন্য দুর্দান্ত একটা বলিউডি আমেজ তৈরি করা হয়েছে এই বিশেষ পর্বে। গোটা ব্যাপারটা আরও পারফেক্ট করে তোলার জন্য নির্মাতারা কিছু বিশেষ পারফরম্যান্সও রেখেছেন।
পবনদীপ রাজনের সঙ্গে থাকবেন অরুণিতা কাঞ্জিলালও। তিনি বলেন, ''বড়ে অচ্ছে লগতে হ্যায়' আমার ভীষণ প্রিয় ধারাবাহিক। আর তাছাড়া বিয়ে সম্পর্কিত যেকোনও কিছু আমি প্রচণ্ড ভালবাসি। তাহলেই বুঝে নিন, এই বিশেষ পর্বের অংশ হতে পেরে আমি কতটা আনন্দিত। গোটা সেটের আমেজটাই বিয়েবাড়ির মতো হয়ে উঠেছিল এবং আমরা ভীষণ মজা করেছি।'
আরও পড়ুন: KBC 13: প্ল্যাঙ্ক থেকে লেগ রেইস, সুনীল, জ্যাকির ফিটনেসে অবাক বিগ বি