নয়াদিল্লি: মানবিকতার নিদর্শন তুলে ধরল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। কোভিড আক্রান্ত হয়ে যে সকল পরীক্ষার্থীর বাবা-মা মারা গিয়েছে, তাদের পরীক্ষা এবং রেজিস্ট্রেশন ফি মকুব করার ঘোষণা করল কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ। এই প্রেক্ষিতে যথাযথ যাচাই-বাছাইয়ের পর সেই সকল শিক্ষার্থীর বিবরণ বোর্ডের কাছে জমা দিতে স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে সিবিএসই। 


মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে সিবিএসই জানিয়েছে, “কোভিড-১৯ অতিমারী দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শিক্ষার্থীদের ওপর এর প্রভাবের কথা মাথায় রেখে ২০২১-২২ শিক্ষাবর্ষের বিশেষ ব্যবস্থা হিসাবে সিবিএসই সিদ্ধান্ত নিয়েছে, সেই সকল পরীক্ষার্থীর থেকে পরীক্ষার ফি বা রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে না, যাদের বাবা ও মা দুজনই, বা জীবিত অভিভাবক অথবা আইনী অভিভাবক/দত্তক বাবা-মা করোনায় মারা গিয়েছেন। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ডে তালিকা জমা দেওয়ার আগে, পরীক্ষার্থীদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করার পরে এই ছাত্রদের বিবরণ প্রদান করতে হবে স্কুলগুলিকে।"


সিবিএসই এর আগে সব স্কুলকে দশম ও দ্বাদশ শ্রেণির প্রার্থীদের তালিকা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লেট-ফি ছাড়া এবং ৯ ফেব্রুয়ারি পর্যন্ত লেট-ফি দিয়ে পাঠাতে বলেছিল।


চলতি শিক্ষাবর্ষের জন্য সিলেবাস সংশোধন করেছে সিবিএসই। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম মেয়াদি পরীক্ষা পরিচালনা করবে কেন্দ্রীয় বোর্ড। 


নতুন সিলেবাস অনুযায়ী, শিক্ষার্থীদের ক্রমাগত মূল্যায়ন করা হবে এবং ন্যায্য নম্বর বিতরণের জন্য বেশ কয়েকটি প্রকল্প এবং কার্যক্রম পরিচালিত হবে। 


দশম ও দ্বাদশ শ্রেণীকে দুটি পর্বে ভাগ করা হয়েছে- মেয়াদ পর্ব-১ এবং মেয়াদ পর্ব-২। প্রতিটি মেয়াদের শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দফার সিলেবাস শেষ হলে, নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা হবে।


প্রথম টার্মের পরীক্ষা ৯০ মিনিটের, অবজেকটিভ টাইপ প্রশ্ন। দ্বিতীয় দফার সিলেবাস শেষ হলে, মার্চ-এপ্রিলে হবে পরীক্ষা। সেই পরীক্ষা ২ ঘণ্টার, সাবজেকটিভ টাইপ প্রশ্ন। এই ২টি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে দশম  দ্বাদশের মার্কশিট। 


আরও পড়ুন: সিবিএসই দশমের সফল পরীক্ষার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


আরও পড়ুন: পাস করেও নম্বর বাড়ানোর দাবিতে বিক্ষোভ সিবিএসই দ্বাদশ উত্তীর্ণদের


Education Loan Information:

Calculate Education Loan EMI