কলকাতা: আর জি কর হাসপাতালে (RG Kar Protest) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এমনকী, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ-বিদেশেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ আন্দোলন। ন্যায় বিচারের দাবিতে মিছিলে পা মেলাচ্ছেন সমাজের সর্বস্তরের, বিভিন্ন বয়সের মানুষ।
আর তার মাঝেই ফের একবার শহর কলকাতায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। শুক্রবার ভরসন্ধ্যায় কলকাতার বুকে জনপ্রিয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের (Actress Payel Mukheree) গাড়িতে হামলা হল। ভেঙে দেওয়া হল গাড়ির কাচ। অভিযোগ এক বাইক আরোহীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ফেসবুক লাইভে এসে গোটা ঘটনার বিবরণ দেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় নিজেই। বলেন, 'আমি লাইভে সেভাবে আসি না। তবে আজ একটা জিনিস দেখাতে লাইভে এলাম। অভিযুক্তকেও আমি দেখাব। বেপরোয়া গাড়ি চালিয়ে কী করেছে দেখাব।'
এরপরই তাঁর গাড়ির ভাঙা কাচের ছবি দেখান অভিনেত্রী। বলেন, 'কলকাতার বুকে সাদার্ন অ্যাভিনিউয়ের ঘটনা। ২৭ এ সাদার্ন অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। পুলিশ এসেছে। ছেলেটিকে ধরা হয়েছে। তার বাইকটিও রয়েছে। প্রচুর লোকজন এখানে রয়েছে। কলকাতার বুকে যখন এতবড় একটা প্রতিবাদ কর্মসূচি চলছে, তখন মহিলাদের নিরাপত্তা বলে কিছু মনে হয় আর নেই।'
তারপরই অভিনেত্রী গোটা ঘটনার বিবরণ দেন। বলেন, 'একটি বাইক আমার গাড়িতে ধাক্কা মারে। আমি গাড়ি চালাচ্ছিলাম। তারপর আমার গাড়ির দরজার কাচে টোকা মারে। আমি একটু কাচ নামাই। আমার দরজা খুলতে বলে। আমি নিরাপত্তার ভয়ে দরজা খুলিনি। তারপর সাদার্ন অ্যাভিনিউয়ে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাচ ভেঙে দেয়।' যোগ করেন, 'আমার গোটা শরীরে কাচের টুকরো। পুলিশ এসে উদ্ধার না করলে বেরতেও পারব না। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তার অবস্থা।'
পুলিশ এসে সেই অভিযুক্তকে আটক করেছে বলে জানান অভিনেত্রী।
আরও পড়ুন: শ্রীলঙ্কা থেকে জোড়া পদক, ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন বঙ্গকন্যা সুস্মিতা