কলকাতা: ছোটপর্দায় কোন ধারাবাহিক এগিয়ে রয়েছে, কেই বা পিছিয়ে রয়েছে, সেইদিকে নজর থাকে সবারই। চলছি সপ্তাহে যে রিপোর্ট এসেছে, কিছু কিছু জায়গায় সেগুলোকে বেশ চমকপ্রদ বলতেই হবে। কোনও কোনও পুরনো ধারাবাহিক ধরে রাখল নিজের জায়গা, কেউ কেউ আবার নতুন এসেই বাজিমাৎ করেছেন। চলতি সপ্তাহের রেটিং চার্টের শীর্ষে রইল কে কে? কেমন ফল করল নতুন ধারাবাহিক? এক ঝলকে নজর রাখা যাক এই সপ্তাহের রেটিং চার্টে।


এই সপ্তাহে রেটিং চার্টের একেবারে প্রথমে রয়েছে 'ফুলকি'। এই ধারাবাহিক তুলেছে ৭.৫ নম্বর। জি বাংলার এই ধারাবাহিক বেশিরভাগ সময়েই রেটিং চার্টের বেশ ওপরের দিকে জায়গা করে নেয়। এই সপ্তাহেও সেরার স্থান দখল করে রইল 'ফুলকি'। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'কথা' (Kotha)। এর নম্বর ৬.৮৯।  এরপরে, তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Phuler Madhu)। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার 'গীতা এল এল বি' (Geeta LLB) ধারাবাহিকটি। এর প্রাপ্ত নম্বর ৬.৪১। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'। এর প্রাপ্ত নম্বর, ৬.৪০। এরপরে, অনেকটাই নীচের দিকে রয়েছে ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। ষষ্ঠ স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক। এর প্রাপ্ত নম্বরও ৬.৪০।  জি বাংলায় দুপুরবেলা শুরু হয়েছে নতুন দুটি ধারাবাহিক। 'কাজল নদীর জলে' এবং 'অমর সঙ্গী'। এই ধারাবাহিক দুটিই ওই স্লটে সেরার স্থান দখল করে রেখেছে।


অন্যদিকে, ছোটপর্দা প্রেমীদের জন্য রয়েছে একটি সুখবর। ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকে সূর্য আর দীপার মেয়ে সোনা এবং রুপা বড় হয়ে গিয়েছে। এই রূপার চরিত্রেই দেখা যাবে দিতিপ্রিয়াকে। প্রিয় নায়িকাকে দেখতে এখন মুখিয়ে রয়েছেন সকলেই। 


 






আরও পড়ুন : Uorfi Javed News: সেটে যাঁরা কাজ করেন, তাঁদের সঙ্গে কেমন ব্যবহার করেন উরফি জাভেদ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।