প্রিয়ঙ্কা এই মুহূর্তে গোয়ায়। পরিবার, বন্ধুদের সঙ্গে সেখানেই সেলিব্রেট করছেন আসন্ন নতুন বছর। পলকে প্রিয়ঙ্কা স্ট্যাচু!
ABP Ananda, Web Desk | 29 Dec 2016 01:44 PM (IST)
মুম্বই: ডাবস্ম্যাশ, আইস বাকেট আর বুমেরাং চ্যালেঞ্জের দিন শেষ। এবার এসেছে ম্যানিকুইন চ্যালেঞ্জ। ছোটবেলার সেই ঘোরো ঘোরো স্ট্যাচু খেলার কথা মনে আছে? এই ম্যানিকুইন চ্যালেঞ্জ তারই সোশ্যাল মিডিয়া সংস্করণ। প্রিয়ঙ্কা চোপড়া আর তাঁর টিম নিয়েছিল এই চ্যালেঞ্জ। পাক্কা ১ মিনিট স্ট্যাচু হয়ে থাকার ভিডিও টুইটারে পোস্ট করেছেন তিনি।